• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চিত্রগ্রাহকদের লাখ টাকা সহায়তা কবরীর

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৫ মে ২০২০, ১৪:৩৩
কবরী
ছবি সংগৃহীত

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী কবরী চলমান করোনাভাইরাস সংকটে চিত্রগ্রাহকদের পাশে দাঁড়ালেন। চিত্রগ্রাহক সমিতির তহবিলে ১ লাখ টাকা সহায়তা করেছেন তিনি।

লকডাউনের ফলে দিনমজুরের ভিত্তিতে যারা কাজ করেন তারা বিপদে পড়েছেন। শুটিং বন্ধ, বাইরে কাজ নেই, ঘরে তাই তৈরি হচ্ছে খাবারের সংকট। অনেকে মুখ ফুটে সাহায্য চাইতেও পারছেন না।

ফিল্মের ক্ষেত্রে ক্যামেরার পেছনের মানুষরাই সব চেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। সেই ক্যামেরার পেছনের মানুষ চিত্রগ্রাহকদের পাশে দাঁড়ালেন মিষ্টি মেয়ে নায়িকা কবরী।

জানা গেছে, চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য ৮০ জন। এই অবস্থায় অর্থ কষ্টে আছেন ২৫ জন সদস্য। বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির তহবিলে এর আগে চলচ্চিত্র প্রযোজক সমিতিও অনুদান দিয়েছে।

সমিতির সভাপতি চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু বলেন, আমাদের সমস্যা হলো আমরা তো রিলিফের লাইনে দাঁড়াতে পারি না। হাত পাততে পারি না। কবরী ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। তার কাছে পাওয়া অর্থ আমরা অসহায় ক্যামেরাপারসন ও সহকারীদের কাছে পৌঁছে দেবো।

নীল আকাশের নিচে, ময়নামতি, ঢেউয়ের পর ঢেউ, পরিচয়, অধিকার, বেঈমান, অবাক পৃথিবী, সোনালী আকাশ, অনির্বাণ, দীপ নেভে নাই’সহ অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী। ২০০৬ সালে তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘আয়না’ মুক্তি পায়।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিতে একসঙ্গে ঢালিউডের ‘তিন কন্যা’, জানালেন প্রত্যাশা
কিংবদন্তি অভিনেত্রী কবরী চলে যাওয়ার তিন বছর
ঢালিউডের নয়া জুটি রাজ রিপা-শিশির
এক সিনেমার মহরতে এসে নতুন সিনেমার ঘোষণা দিলেন শাবনূর 
X
Fresh