logo
  • ঢাকা বুধবার, ২৭ মে ২০২০, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন, আক্রান্ত ১ হাজার ১৬৬ জন ও সুস্থ হয়েছেন ২৪৫ জন: স্বাস্থ্য অধিদপ্তর

তৃষা কৃষ্ণনের সেরা পাঁচ সিনেমা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৪ মে ২০২০, ১৫:৪১ | আপডেট : ০৪ মে ২০২০, ১৮:০৬
তৃষা কৃষ্ণন
তৃষা কৃষ্ণন
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তৃষা কৃষ্ণন। ১৯৯৯ সালে বড় পর্দায় অভিষেক। ‘৯৬’, ‘ভিন্নাইঠানদি ভারুভায়া’-র মতো ছবিতে কাজ করে প্রথম সারির নায়িকার তালিকায় জায়গা করে নেন তিনি। ১৯৮৩ সালের ৪ মে অর্থাৎ আজকের এই  দিনে জন্মগ্রহণ করেন তৃষা। ৩৭ তম জন্মদিনে নায়িকার সেরা পাঁচটি সিনেমার নাম ও তার চরিত্র তুলে ধরা হলো।

তৃষার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘৯৬’।  ২২ বছর পরে দুই বন্ধুর দেখা হওয়া ও তারপর তাদের প্রেমের গল্পই এই ছবির উপজীব্য। এই ছবিতে তৃষার অভিনয় সিনেপ্রেমীদের মনে দোলা দেয়।

‘ভিন্নাইঠানদি ভারুভায়া’ নামে সিনেমার কথা মনে আছে কি? গৌতম মেননের জনপ্রিয় রোম্যান্টিক এই সিনেমার নায়িকা ছিলেন তৃষা। গল্পে প্রাণোচ্ছল এক মেয়ের চরিত্রে তার অভিনয় দারুণ ছিল।

তৃষা অভিনীত ‘অভিযুম নানুম’ সিনেমাটি দর্শকরা পছন্দ করেছিলেন। এখানে প্রকাশ রাজের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তৃষা।

তৃষা কৃষ্ণনকে গ্রামের মেয়ের চরিত্রেও দেখা যায়। সিনেমার নাম ‘নুভ্যোস্থানান্তে নেনোড্ডানটানা’। তার অভিনয়ের জন্যই সিনেমাটি দর্শকের মনে দাগ কেটেছিল। আর ‘মৌনাম পসিয়াধে’ সিনেমাটির প্রধান চরিত্রে কাজ করেও দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন নায়িকা।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৬৭৫১ ৭৫৭৯ ৫২২
বিশ্ব ৫৬৪১২০৫ ২৪০৭০২৩ ৩৪৯৭০৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়