• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লকডাউনের মাঝেই রাস্তায় ইরফানের ছবি আঁকলেন শিল্পী (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ মে ২০২০, ১৮:০৪
ইরফান খান
ইরফান খান

‘ইরফান খান আমার খুব প্রিয় অভিনেতা ছিলেন। তাই মনে হলো এমন একজন কিংবদন্তি অভিনেতাকে যে কোনোভাবেই হোক শ্রদ্ধা জানানো উচিত’। বলছিলেন বলিউড আর্ট প্রজেক্টের স্রষ্টা, শিল্পী এবং কমিউনিকেশন ডিজাইনার রনজিৎ দাহিয়ার।

যে বাড়ির দেওয়ালে ছবিটি আঁকা হয়েছে তিনিও ইরফানের ভক্ত। শিল্পমনস্ক হওয়ায় তাকে রাজী করাতে কোনও সমস্যা হয়নি।
সদ্যপ্রয়াত শিল্পী ইরফান খানের ছবিটি বান্দ্রার বরোদা রোড বরাবর খানিক হেঁটে গেলেই চোখে পড়বে। এই জায়গার সঙ্গে অবশ্য ইরফানের একটি ছবির চরিত্রের বিশেষ সম্পর্ক রয়েছে। প্রিয় শিল্পীকে শ্রদ্ধা জানাতে দিনরাত এক করে এই ছবি এঁকেছেন শিল্পী।

গেল ২৯ এপ্রিল প্রয়াত হয়েছেন ইরফান খান। মাত্র ৫৩ বছর বয়সেই ভারতীয় চলচ্চিত্র জগতের এক অধ্যায়ে ইতি টেনে চলে গেছেন তিনি।
এর আগে এই দেওয়ালে ‘মাঝি: দ্য মাউন্টেন ম্যান’-ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকির চরিত্রের ছবি আঁকা ছিল।

উল্লেখ্য, বলিউডের বিভিন্ন আইকনিক সিনেমাকে সম্মান জানাতে এই সংস্থার পক্ষ থেকে মুম্বাইয়ের বিভিন্ন এলাকার দেওয়ালে এধরণের ম্যুরাল আঁকা হয়। তবে লকডাউনের মাঝে তা সম্ভব ছিল না। তবে শুধুমাত্র ইরফান খানের অন্ধ ভক্ত হওয়ার জন্যই সংস্থার শ্রষ্টা এমন অভিনব উদ্যোগ নিয়েছেন অভিনেতাকে শ্রদ্ধা জানিয়েছেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh