• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ইরফানকে হলিউড তারকাদের শ্রদ্ধা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ এপ্রিল ২০২০, ১৮:০৯
ইরফান খান
ইরফান খান

তার হঠাৎ মৃত্যু সিনেমাপ্রেমীদের হৃদয় ভেঙে দিয়েছে। বলিউডের শোকের ছায়া নেমে এসেছে ইরফান খানের চলে যাওয়ায়। ২৯ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ৫৩ বছর বয়সেই। ক্যানসারের সঙ্গে লড়াইতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেন না এই অভিনেতা।

হলিউডেও নিজের প্রতিভা দেখিয়েছে। একাধিক নামী পরিচালক, অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে। অংশ ছিলেন অস্কার জয়ী দুই ছবি স্লামডগ মিলিওনেয়ার এবং লাইফ অব পাই-এর। খবর ইন্ডিয়া টাইমসের।

হলিউড এই প্রতিভাবান অভিনেতাকে তার শ্রদ্ধা জানিয়েছে। অ্যাঞ্জেলিনা জোলি বলেছেন, ‘ইরফান খানের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার আ মাইটি হার্ট ছবিতে। শিল্পী হিসেবে আলাদা করতো তার উদারতা। যেকোনো দৃশ্যে ইরফানকে অভিনয় করতে দেখা এক দারুণ অভিজ্ঞতা। তার কমিটমেন্টের ইনটেনসিটি এবং হাসি মুখ কখনও ভোলার নয়। আমি এই দুঃসময়ে তার পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের আমার সমবেদনা জানাচ্ছি।’

অভিনেত্রী ন্যাটালি পোর্টম্যান লিখেছেন, ‘ইরফানের পরিবারের প্রতি ভালোবাসা রইলো...।’ ন্যাটালি পোর্টম্যানের সঙ্গে ইরফান কাজ করেছিলেন মীরা নায়ারের ছবি নিউইয়র্ক আই লাভ ইউ‘তে।

জুরাসিক ওয়ার্ল্ডের সহঅভিনেতা ক্রিস প্র্যাটও টুইট করেছেন। আরও রয়েছেন স্লামডগ মিলিওনেয়ারের পরিচালক ড্যানি বয়েল। তিনি বলেন, ‘স্লামডগ মিলিওনেয়ার তৈরিতে এক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইরফান। অসাধারণ অভিনেতা ছিলেন। যদিও কাগজে কলমে তার চরিত্র দীর্ঘ ছিল না, কিন্তু অসামান্য দক্ষতায় দর্শকের মন জয় করেছিলেন।’

ম্যাক্সিকান ও আমেরিকান অভিনেত্রী সালমা হায়েক ইনস্টাগ্রামে শোক জানিয়েছেন।এই অভিনেতার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ইরফানের মৃত্যুর খবর শুনে আমি মর্মাহত। আমি তার বড় ভক্ত ছিলাম। তার সঙ্গে দেখা করারও সৌভাগ্য হয়েছিল। দুরন্ত অভিনেতা এবং একজন অসাধারণ মানুষ ছিলেন। ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি প্রার্থনা করছি।’

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh