• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বন্ধু ইরফানকে হারিয়ে যা বললেন শাহরুখ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ এপ্রিল ২০২০, ১৭:০১
ইরফান ও শাহরুখ
ছবিতে ইরফান ও শাহরুখ

বলিউডের শক্তিমান অভিনেতা ইরফান খান মুম্বাইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ২৯ এপ্রিল শেষ নিশ্বাস ত্যাগ করেন। মস্তিষ্কে এক জটিল টিউমারে আক্রান্ত ছিলেন তিনি। যার নাম ‘নিউরোএন্ডোক্রিন টিউমার’।

লন্ডনে কয়েক বছর ধরে চিকিৎসায়ও চলছিল তার। তবে শেষ অবধি লড়াই চালাতে পারলেন না ইরফান। মঙ্গলবার কোলন ইনফেকশন হওয়ায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

ইরফানের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ গোটা বলিউড। তার মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন শাহরুখ খান।

টুইট করে শাহরুখ লিখলেন, ‘আমার বন্ধু, আমার অনুপ্রেরণা এবং আমাদের সময়ের সেরা একজন অভিনেতাকে হারালাম। আল্লাহ তোমার আত্মাকে শান্তিদান করুন ৷ খুব মিস করব তোমাকে...।’

১৯৬৭ সালের ৭ জানুয়ারি রাজস্থানের জয়পুরে জন্ম ইরফানের। এমএ পড়ার সময়েই ১৯৮৪ সালে হাতে আসে ন্যাশনাল স্কুল অব ড্রামায় পড়ার জন্যে স্কলারশিপ। তারপর থেকে মঞ্চ এবং সিলভার স্ক্রিনই হয়ে ওঠে জীবনের ধ্যান-জ্ঞান। শুধু বলিউডই নয়, হলিউডেও নিজের দক্ষতা দেখিয়েছেন ইরফান। কাজ করেছেন একাধিক নামী পরিচালকের সঙ্গে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh