• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নিলামে সাড়ে ৭ লাখ টাকায় বিক্রি হলো তাহসানের অ্যালবাম

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১৭:৫২
তাহসান খান
ছবি সংগৃহীত

অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি একটিই। সঙ্গে ছিল ১৬ বছর ধরে যত্নে রাখা ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক পৃষ্ঠা। নিঃসন্দেহে আমার জন্য এটি অনেক আবেগের বিষয়। মানুষের পাশে দাঁড়াতেই এগুলো উৎসর্গ করলাম। বলছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

গতকাল সোমবার নিলামে ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামে বিশেষ নিলামে এই গায়কের ‘কথোপকথন’র মাস্টার ডেট কপি বিক্রি হয় সাড়ে ৭ লাখ টাকায়। করোনারভাইরাসের কারণে দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য নিলামে ওঠে অ্যালবাম ও ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠা।

জানা গেছে, আমিন হাসান নামে তাহসানের এক ভক্ত এই নিলাম জিতেছে। নিলামের এই অর্থ যাবে স্যার ফজলে হাসান আবেদ ফাউন্ডেশনে। নিলামের এই টাকা দিয়ে তিন হাজার মানুষকে এক মাস খাওয়ানো হবে।

আমিন হাসান প্রিয় শিল্পীর কাছ থেকে নিলামে পাওয়া এই দুটি মূল্যবান বস্তু তার স্ত্রী ও মেয়েকে উপহার দিতে চান। মা ও মেয়ে দুই প্রজন্ম তাহসানের ভক্ত।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের একসঙ্গে তাহসান-মিথিলা
সেই রাতে কী হয়েছিল জানালেন তাহসান-ফারিণ
অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন তাহসান
X
Fresh