logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১৬:১৫
আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১০:২৭

বদলে যাওয়া কোয়েল মল্লিক

কোয়েল মল্লিক
কোয়েল মল্লিক
তার পারিবারিক নাম রুক্মিণী মল্লিক। তবে চলচ্চিত্রে কোয়েল মল্লিক নামেই পরিচিত তিনি। টালিউডের তুমুল জনপ্রিয় এই নায়িকার আজ ২৮ এপ্রিল জন্মদিন। আজকের এই দিনে ৩৮ বছরে পা দিলেন কোয়েল।

প্রথম ছবি নাটের গুরু থেকে অনেকটা পথ পেরিয়ে কোয়েল এখন একেবারে অন্যরকম।

ক্যারিয়ারের প্রথম ছবি থেকেই দর্শকের নজর কেড়ে ছিলেন কোয়েল। এমন চঞ্চল আর মিষ্টি নায়িকার অপেক্ষাতেই ছিল টালিউড। অবশেষে কোয়েল এলেন আর জয় করলেন মানুষের মন।

জিতের সঙ্গে তার জুটি ছিল দারুণ হিট। তবে শুধুই জিৎ নয়। প্রায় সবার সঙ্গেই অভিনয় করেছেন কোয়েল।

টালিউডে দেব-কোয়েল জুটিও রাজত্ব করেছে। শুধু নাচে গানে আটকে ছিলেন না কোয়েল। বরং সব ধরনের চরিত্রেই নিজেকে মানানসই করে নিয়েছেন।

সম্প্রতি মিতিন মাসি ছবিতে ভিন্ন অ্যাকশন প্যাকড চরিত্রে দেখা দিয়েছেন কোয়েল।

২০১৩ সালে সিনেমার প্রযোজক নিসপাল সিংকে বিয়ে করেন কোয়েল। সম্প্রতি মা হতে যাচ্ছেন বলে খবর দিয়েছেন নায়িকা। বিয়ের পর থেকেই অভিনয় কমিয়ে দিয়েছেন নায়িকা।

মাঝে মাঝে স্বামীর সঙ্গে দ্বন্দ্ব, সংসার ভেঙে যাচ্ছেন এমন খবর শোনা যায় কোয়েলকে নিয়ে। তবে এসব খবর তিনি উড়িয়ে দিয়েছেন সব সময়।
এম

 

RTVPLUS