logo
  • ঢাকা সোমবার, ০১ জুন ২০২০, ১৮ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫ জন, সুস্থ ৪০৬ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বিজয়ের দুটো বড় ঘোষণা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৮ এপ্রিল ২০২০, ১১:৫২ | আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২০:৫২
বিজয় দেবেরাকোন্ডা
বিজয় দেবেরাকোন্ডা
‘অর্জুন রেড্ডি’খ্যাত তারকা তেলুগু সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন তিনি। দাঁড়ালেন মানবসেবায়।

এই তারকা অভিনেতা নিজের ইউটিউব চ্যানেলে বড় ঘোষণা করেছেন। তার দেবেরাকোন্ডা ফাউন্ডেশনের ৫০ জন ছাত্র এই দুর্যোগের বাজারেও চাকরি পেয়েছেন।

আরেকটি হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া ও গরিবদের জন্য এক কোটি ৩০ লাখ রুপির ফান্ড গড়ে তুলেছেন তিনি। এর মাধ্যমে অসহায়দের নিত্য প্রয়োজনীয় জরুরি সামগ্রীর জোগান দেওয়া হবে।

এ ব্যাপারে বিজয় বলেছেন, নিজে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি। ফলে দারিদ্র্য ও আর্থিক অনটন ভালোই জানেন। এ কারণে তার ফাউন্ডেশন মেধাবী ছাত্রদের পড়াশোনা এবং চাকরির দায়িত্ব নিয়েছে। এরই মধ্যে ৫০ জনের মধ্যে দু’জন চাকরি পেয়েছেন। বাকি ৪৮ জনও কনফার্মেশন লেটার পেয়েছেন।

জানা গেছে, এই লকডাউন শেষ হলে তাদের নিয়ে বাকি প্রক্রিয়া শুরু হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, বিজয়ের বন্ধুরাও নায়কের ফান্ডে অর্থসাহায্য করছেন। তার একটি প্রোডাকশন হাউসও রয়েছে। করোনার জন্য সমস্ত কাজ এখন বন্ধ।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৭১৫৩ ৯৭৮১ ৬৫০
বিশ্ব ৬১৮৪৭২১ ২৭৫৪৬০৯ ৩৭১৩৮৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়