logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ এপ্রিল ২০২০, ১৬:০৪
আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২০:১৯

লকডাউনে ৩৬ বিলিয়ন ডলারের প্রাসাদে প্রেমিক নিয়ে কাইলি

কাইলি জেনার
কাইলি জেনার
মার্কিন টেলিভিশন তারকা কাইলি জেনার এই লকডাউনের সময়ে কথা আছেন তা নিয়ে বেশ আলোচনা হচ্ছে।  

সান প্রকাশিত এক খবরেবয়া হয়, এই মুহূর্তে কাইলি তার ৩৬ বিলিয়ন ডলারের বিলাসবহুল প্রাসাদে। শুধু তাই নয়, সেখানে বয়ফ্রেন্ড ট্রেভিস স্কট ও তাদের ২ বছরের সন্তান স্টর্মিও রয়েছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে সেই প্রাসাদের স্নানঘর থেকে একটি ছবি পোস্ট করেন কাইলি। ক্যাপশনে তিনি লিখেছেন, তিনি নিজের মেকআপ নিয়ে এক্সপেরিমেন্ট করছেন। উত্তরে অনেক তারকাই তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

অন্যান্য তারকার মতো তিনি নিজেও সবাইকে করোনা নিয়ে সচেতন হতে বলেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, ‘সুপ্রভাত। সবার জন্য আমার ভালোবাসা ও প্রার্থনা। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন।’

এদিকে কোয়ারেন্টিনে থেকেও নিজের গ্লামারাস ছবি প্রকাশ করতে ভুলে যাননি কাইলি। গ্ল্যামার দুনিয়ায় নিজের ছাপ অনবরত রেখে যাচ্ছেন। মুখে মাস্ক, পরনে সাদা ক্রপ টপ। সঙ্গে জিন্স। বিলাসবহুল গাড়ি থেকে নেমে তারকার এই ছবি ইতিমধ্যেই ভাইরাল। কাইলি নাকি ওই পোশাকে শপিংয়ে বেড়িয়েছিলেন। কোয়ারেন্টিনে থাকার  ‘ব্রেক’ নেন তিনি দাবি করেছে সান পত্রিকা।

এম

 

RTVPLUS