• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আরটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘ভিলেজ হট্টগোল’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ এপ্রিল ২০২০, ১৪:৩৮
ভিলেজ হট্টগোল
ভিলেজ হট্টগোল

একটি স্বশিক্ষিত গ্রাম। গ্রামের সবকিছু ভালো চলছে। গ্রামে তিন জন ডাক্তার রয়েছে একজন হোমিওপ্যাথি, একজন এলোপ্যাথি এবং একজন হারবাল।

হঠাৎ একটি পরিবার অসুস্থ হয়ে যায়। কিন্তু তিনজন ডাক্তার থাকা সত্ত্বেও সেই পরিবারকে চিকিৎসা করানোর জন্য গ্রামের কেউ রাজি হয়না। এই চিকিৎসা নিয়ে শুরু হয় নানা হট্টগোল।

তেমনি নানা হট্টগোলের গল্প নিয়ে আরটিভিতে নতুন ধারাবাহিক নাটক ‘ভিলেজ হট্টগোল’র প্রচার শুরু হয়েছে। সপ্তাহের প্রতি রবি, সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে নাটকটি দেখা যাবে।

‘ভিলেজ হট্টগোল’ স্বাধীন শাহ্ রচিত ইমরান হাওলাদার পরিচালিত এই নাটকে অভিনয় করেছে আবুল হায়াত, আখম হাসান, আখম হাসান, সাজু খাদেম, জেনী, হান্নান শেলী, আমানুল হক হেলাল প্রমুখ।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh