logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ এপ্রিল ২০২০, ১২:২০
আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১৭:৩১

রানাঘাটের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন রানু

রানু মণ্ডল
রানু মণ্ডল
একদিন এই রানাঘাট স্টেশনে ভবঘুরের জীবন কাটিয়েছেন রানু মণ্ডল। বেশিদিন আগের কথা নয়। তবে ভাগ্য বদলেছে রানুর। আগের মতো কষ্টের জীবন নেই তার।

সোশ্যাল মিডিয়া তার গাওয়া গান ভাইরাল হতেই আলোচনায় উঠে এসেছিলেন রানু মণ্ডল। ভবঘুরে থেকে রাতারাতি হয়ে গিয়েছিলেন সেলিব্রিটি। তার গানের গলায় মুগ্ধ হিমেশ রেশমিয়া বলিউডে গান গাওয়ার সুযোগ করে দেন রানুকে।

এবার লকডাউনের এই সময়ে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়ালেন সেই রানু। ভারতীয় গণমাধ্যমের খবর, এক ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, রানাঘাটের কিছু অসহায় মানুষকে নিজের সাধ্যমতো চাল, ডাল, ডিমসহ আরও কিছু খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন রানু মণ্ডল।

সেই ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। রানুর এমন পদক্ষেপ প্রশংসা কুড়িয়েছে। বলে রাখা ভালো, বলিউডে হিমেশ রেশমিয়ার পাশাপাশি উদিত নারায়ণের সঙ্গেও গান গেয়েছেন রানু মণ্ডল।

এম

 

RTVPLUS