• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সন্ধ্যার পর বাইরে, জরিমানা গুনতে হলো নায়িকাকে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ এপ্রিল ২০২০, ১৮:৪০
তমা মির্জা
তমা মির্জা

‘আমাদের সবারই উচিত আইন মেনে চলা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। আইন অমান্যকারীকে শাস্তি পেতে হবে,সে যেই হোক না কেন । আমি আন্তরিকভাবে দুঃখিত যে গতকাল (বুধবার) আমার দ্বারা একটি ভুল সংঘটিত হয়েছে ( সেটি ছোট ভুল বা বড় ভুল হোক ) । ভবিষ্যতে আমি আরও সচেতন থাকবো এবং আশা করি আমার আশে পাশে যারা আছেন সবাই সচেতন থাকবেন এবং সরকার প্রদত্ত সকল বিধিমালা এবং নিয়ম-কানুন মেনে চলবেন।‘ কথাগুলো বলেছেন চিত্রনায়িকা তমা মির্জা।

ভ্রাম্যমাণ আদালতে গতকাল বুধবার সন্ধ্যার পর বের হওয়ার কারণে তমাকে জরিমানা দিতে হয়। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মৌচাক মোড়ের সামনে তাকে এ দণ্ড দিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

এ সময় তার মুখে মাস্ক ছিল না। গতকাল রাজধানীর বেশ কিছু এলাকায় ঢাকা মহানগর পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) শেখ মোহাম্মদ শামীমের সহায়তায় অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। মাস্ক না পরায় তমাকে ৫ শ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, একটি বেসরকারি টিভির অনুষ্ঠানের শুটিং শেষে ফেরার সময় আদালত তাকে জরিমানা করেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানি না শেষ পর্যন্ত কি হয় : তমা মির্জা
X
Fresh