• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন জাপানের চলচ্চিত্র নির্মাতা নোবুহিকো ওবায়াশি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১২ এপ্রিল ২০২০, ২০:৪২
নোবুহিকো ওবায়াশি
নোবুহিকো ওবায়াশি

জাপানের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা নোবুহিকো ওবায়াশি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮২ বছর। এই নির্মাতার সর্বশেষ সিনেমা ‘ল্যাবিরিন্থ অব সিনেমা’র অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয় ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

নোবুহিকো ওবায়াশির ইচ্ছে ছিল তার নির্মিত শেষ চলচ্চিত্রটি মুক্তি পাবে তার মৃত্যু দিনে। সব কিছুই ঠিক করে রেখেছিলেন তিনি। জীবনের শেষ চলচ্চিত্র ‘ল্যাবিরিন্থ অব সিনেমা’ নির্মাণ করেছিলেন। গুণী এই নির্মাতা মারা গেছেন শুক্রবার (১০ এপ্রিল)।

নোবুহিকোর ইচ্ছে অনুযায়ী চলচ্চিত্রটি শুক্রবার মুক্তি পায়নি। কারণ করোনাভাইরাসের কারণে বন্ধ এখন জাপানের সব সিনেমা হল।
২০১৯ সালে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ল্যাবিরিন্থ অব সিনেমা’ প্রদর্শিত হয়। ওই উৎসবে তাকে সম্মান করে খেতাব দেওয়া হয় ‘সিনেমাটিক ম্যাজিসিয়ান’।

২০১৬ সালে নোবুহিকো ওবায়াশির ক্যানসার ধরা পড়ে। এই নির্মাতার জন্ম ১৯৩৮ সালে। জন্মের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা দেখেছিলেন তিনি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোসলের পর নতুন করে অজু করতে হবে কি?
শিশুখাদ্যে মাত্রাতিরিক্ত চিনি, পরীক্ষা করবে বিএফএসএ
আকাশেই হামলায় ব্যবহৃত ড্রোনগুলো ধ্বংস করেছে ইরান
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
X
Fresh