• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনা মুক্ত কণিকা হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ এপ্রিল ২০২০, ১৪:১৪
কণিকা কাপুর
কণিকা কাপুর

অবশেষে হাসপাতাল থেকে মুক্তি পেলেন কণিকা কাপুর। বেবি ডল খ্যাত গায়িকার ষষ্ঠ টেস্টে দেহে করোনার সন্ধান মেলেনি।

এর আগে প্রথমবারের পরীক্ষায় যখন রেজাল্ট নেগেটিভ আসে, তখনই আশার আলো দেখেছিলেন গায়িকা। কিন্তু সাবধানের মার নেই। তাই আরও একবার তার করোনা পরীক্ষা করা হয়। তখনও রিপোর্ট নেগেটিভই আসে। তারপরই কণিকাকে করোনামুক্ত বলে ঘোষণা করে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স। সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

গেল ৯ মার্চ যুক্তরাজ্য থেকে ফিরে ২০ মার্চ এক টুইটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানান কণিকা।

বিদেশ থেকে ফেরার পর কোয়ারেন্টিন না মেনে বিভিন্ন পার্টিতে অংশ নেওয়ায় রোগ ছড়িয়ে মানুষের জীবন বিপদাপন্ন করার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লখনৌ পুলিশ। যদিও কণিকার দাবি ছিল, তিনি যখন ভারতে ফেরেন তখন আইসোলেশনে থাকার নিয়ম চালু হয়নি।

এর আগে হলিউড তারকা দম্পতি টম হ্যাঙ্কস ও রিটা উইলসন করোনামুক্ত হয়ে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্র্রে ফিরেছেন। যদিও এখন পর্যন্ত বিনোদন জগতের তারকাদের মধ্যে করোনায় আক্রান্ত বেশির ভাগই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh