• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শাহরুখের ‘রইস’ চলবে না পাকিস্তানে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:০৩

ইসলামকে খাটো করার অভিযোগে পাকিস্তানে বন্ধ হলো শাহরুখ খানের ‘রইস’ সিনেমার প্রদর্শণী। সোমবার পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

গেলো রোববার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘রইস’ সিনেমাটি। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান।

সিনেমাটি বন্ধের কারণ হিসেবে উল্লেখ করা হয়, সিনেমার কাহিনী ইসলামকে খাটো করেছে। সে সঙ্গে মুসলমানদের অপরাধী হিসেবে উপস্থাপন করা হয়েছে।

ভারতীয় অ্যাকশন ক্রাইম থ্রিলার সিনেমাটি পরিচালনা করেছেন রাহুল ঢোলাকিয়া। রেড চিলিস এন্টারটেনমেন্ট ও এক্সেল এন্টারটেনমেন্টের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন গৌরী খান, রিতেশ সিধওয়ানি এবং ফারহান আখতার। অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান এবং নওয়াজুদ্দীন সিদ্দিকী।সিনেমাটি ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পায়।

এফএস/এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh