• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বড় লোকের বিটি’ গানের গীতিকারের পাশে দাঁড়াবেন বাদশা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০১ এপ্রিল ২০২০, ১৪:৩০
রতন কাহার
রতন কাহার

বড় লোকের বিটি লো গানটি নিয়ে নিয়ে তুমুল বিতর্কে জড়িয়েছেন বলিউডের র‍্যাপার বাদশা। সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে চুরির অভিযোগ এনেছেন অনেকেই। লোকগানের শিল্পী রতন কাহারের লেখা ‘বড় লোকের বিটি’র কারণে আলোচনায় বাদশা। কিন্তু সেই গানটি ব্যবহার করলেও গীতিকারের নাম কোথাও রাখেননি। এ নিয়েই চলছে বিতর্ক।

এবার মুখ খুললেন বাদশা। সোশ্যাল মিডিয়াতে এক লাইভে তিনি বলেছেন, এই গান রতন কাহারের তিনি জানতেন না। আমি ওই গান রচয়িতার নাম খোঁজার চেষ্টা করেছি কিন্তু খুঁজে পাইনি। ২৬ মার্চ আমি জেনেছি, রতন কাহারের নাম। আমি জানি উনি একজন গুণী শিল্পী। শুনেছি তার অর্থনৈতিক অবস্থাও ভালো নয়। আমি তাকে সম্মান দিয়ে সাহায্য করতে চাই।

বাদশা বাঙালি দর্শকদেরও ধন্যবাদ দেন। যারা তার গান পছন্দ করেছেন। তিনি আরও বলেন, লকডাউন না থাকলে আমি আজই রতন কাহারের বাড়ি চলে যেতাম। এই পরিস্থিতিতেও রতন কাহারকে যেকোনও রকম সাহায্য করতে প্রস্তুত আমি।

ভারতীয় গণমাধ্যমের খবর, নিজের হিন্দি গানের পাঞ্চলাইনে বাংলার লোকশিল্পী রতন কাহারের লেখাবড়লোকের বিটি লোগানটি মুক্তি পাওয়ার পর থেকেই নেটিজেনদের তোপের মুখে পড়েন বাদশা।

রতন কাহার ১৯৭২ সালে গানটি লিখেছিলেন। ১৯৭৬ সালে অশোক রেকর্ড কোম্পানির উদ্যোগে স্বপ্না চক্রবর্তীর কণ্ঠে গানটি রেকর্ড হয়।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
‘সাকিবের উপস্থিতিতে দলে প্রশান্তি আসে’ 
ভারতের নির্বাচন কেন্দ্রিক পরিস্থিতি নিয়ে যে মন্তব্য করল জাতিসংঘ
কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত জোড়া কচ্ছপ
X
Fresh