• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১০০ পরিবারকে সহায়তা দিলেন অধরা খান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩১ মার্চ ২০২০, ১১:৫৪
অধরা খান
অসহায় মানুষের পাশে অধরা খান

চিত্রনায়িকা অধরা খান সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের জন্য নিয়মিত কাজ করে থাকেন। তবে এই কাজ তিনি গোপনেই করে থাকেন। দেশের একজন নাগরিক হিসেবেই মানুষের জন্য কাজ করেন তিনি।

এই প্রথমবার প্রকাশ্যে এলেন তিনি। তাকে দেখা গেল করোনাভাইরাসের এই সংকটকালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

গতকাল সোমবার (৩০ মার্চ) রাজধানী ঢাকার নন্দীগ্রাম দক্ষিণ বনশ্রী এলাকার ১০০ পরিবারকে খাদ্য সামগ্রী তিনি তার সহযোগীরা পৌঁছে দিয়েছেন। আগামীতেও এই কার্যক্রম অব্যহত রাখবেন বলে জানান তিনি।

২০১৮ সালে ‘মাতাল’ এবং ‘নায়ক’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় তার। মুক্তির অপেক্ষায় আছে এই নায়িকার ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাটি। এদিকে আরও ৩টি সিনেমা হাতে আছে তার।

অধরা খান আরটিভি অনলাইনকে বলেন, করোনাভাইরাসের প্রভাব সারাবিশ্ব আজ লক্ষ্য করছে। আমাদের দেশের সরকার সময়োপযোগী বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এখন নাগরিক হিসেবে সময় এসেছে বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর। আমরা যে যার জায়গা থেকে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো যেকোনো বড় ধরনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোট দিতে একসঙ্গে ঢালিউডের ‘তিন কন্যা’, জানালেন প্রত্যাশা
১১ বছর পর হবু বরকে প্রকাশ্যে আনলেন নায়িকা অধরা
ঢালিউডের নয়া জুটি রাজ রিপা-শিশির
এক সিনেমার মহরতে এসে নতুন সিনেমার ঘোষণা দিলেন শাবনূর 
X
Fresh