• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় মার্কিন গায়কের মৃত্যু

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ৩০ মার্চ ২০২০, ১৬:৫১
জো ডিফি
ছবি সংগৃহীত

করোনাভাইরাস থমকে দিয়েছে পৃথিবী। দিকে দিকে যেন মৃত্যুর মিছিল। এবার করোনায় প্রাণ গেল জনপ্রিয় মার্কিন গায়ক জো ডিফির।

গেল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান জো ডিফি। রোববার (২৯ মার্চ) করোনায় প্রাণ গেল তার। খবর সিএনএন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। ডিফির জন্ম ওকলাহোমার তুলসায়। ২৫ বছরের বেশি সময় ধরে গ্র্যান্ড ওল ওপ্রির সদস্য ছিলেন তিনি।

১৩ টির বেশি অ্যালবাম করেছেন তিনি। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে তার অনন্য কাজের স্বীকৃকিস্বরূপ গ্র্যামি পুরস্কার জিতেছেন গায়ক জো ডিফ।

১৯৮৯ থেকে ২০২০ সাল পর্যন্ত গান গেয়েছেন তিনি। তার প্রথম অ্যালবাম ‘আ থাউজেন্ড উইন্ডিং রোডস মুক্তি পায় ১৯৯০ এর শেষের দিকে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুলতান মেলায় ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই
লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি
লিভারপুলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh