• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আসুন বাসায় বসে নামাজ, জিকির ও কোরআন পড়ি: অনন্ত জলিল

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ২১:০৮
ঢাকাই সিনেমা, অভিনেতা, অনন্ত জলিল, করোনাভাইরাস, সহযোগিতা
অনন্ত জলিল

ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা অনন্ত জলিল। অভিনয় জগতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। দেশের শীর্ষ ব্যবসায়ীদের তালিকায় আছে তার নাম। ধর্মপ্রাণ মানুষ হিসেবেও বেশ পরিচিত অনন্ত। পরোপকারী হয়েও বিভিন্ন সময় এগিয়ে আসেন তিনি। সম্প্রতি করোনাভাইরাসের এই সংকটময় মুহূর্তে চলচ্চিত্রের দুস্থ শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন তিনি। তার এই উদ্যোগ প্রশংসিত হচ্ছ সব মহলে।

নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাসে দেশবাসীকে বেশি বেশি নামাজ, জিকির ও দোয়া করার পরামর্শও দিয়েছেন তিনি।

স্ট্যাটাসে অনন্ত লেখেন, 'সুপ্রিয়, বন্ধুগণ। আশাকরি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারিতেও আল্লাহ আমাদের সুস্থ ও বিপদমুক্ত রেখেছেন বলে তার প্রতি আমাদের শুকরিয়া আদায় করছি। বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাসের ঝুঁকি কমাতে সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলছে স্বাস্থ্য অধিদপ্তরসহ সকল সেবা সংস্থা। এভাবেই বিশ্বের সকল দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে কাজ করছে। বাংলাদেশের সকল মানুষ যেনো নিজ গৃহে থাকে, সেজন্য সরকার টানা দশদিনের ছুটি ঘোষণা করেছে। অতএব আমরা এই দশদিন চব্বিশ ঘণ্টা বাসায় অবস্থান করার পাশাপাশি অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো। সাথে জিকির করবো, কোরআন শরিফ পড়ব।'

তিনি আরও বলেন, 'সাথে সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার নফল রোজা রাখতে পারেন। পাশাপাশি যারা বিত্তবান ও সামর্থ্যবান আছেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দুঃস্থ ও অসহায় গরীব মানুষদের খাদ্য ও অর্থ সহায়তা দিয়ে পাশে থাকবেন। যেনো তারা এই দশদিন অর্থের অভাবে কষ্ট করে থাকতে না হয়। আসুন আমরা সবাই পাঁচ নামাজ পড়ে জিকির করে নিজেদের, দেশের ও পুরো বিশ্বের সকলের শান্তি, সুস্বাস্থ্য, কল্যাণের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করি। আল্লাহ আমাদের এই এবাদাতের উসিলায় বিশ্বকে ভাইরাসমুক্ত ও শান্তিময় করে তুলুক। সবার গুনাহ মাফ করে দিন।'

অন্য এক স্ট্যাটাসে রোববার (২৯ মার্চ) অনন্ত লেখেন, আমি অনন্ত জলিল আজকে চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক সমিতির উদ্যোগে ২৬০ জন অসচ্ছল ব্যক্তিবর্গ যারা প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে সংশ্লিষ্ট আছেন তাদের পরিবারের জন্য কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি। আজ প্রযোজক এবং পরিচালক সমিতির কাছে ২৬০ টি ব্যাগ পৌঁছে দিব, তারা সংশ্লিষ্ট ২৬০ জনের কাছে পৌছায় দিবেন। সংশ্লিষ্ট ২৬০ জনের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক সমিতি, প্রডাকশন ম্যানেজার সমিতি,অ্যাসিসটেন্ট প্রডাকশান ম্যানেজার সমিতি, মেকআপ আর্টিস্ট সমিতি। বর্তমান এই করুণ পরিস্থিতিতে চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক সমিতির এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই। আপনাদের সকলের দোয়ায় আমি সবসময় বরাবরের মত অসহায়দের পাশে দাঁড়াব ইনশাআল্লাহ।'

উল্লেখ্য, অনন্ত জলিলের নতুন সিনেমা 'দিন দ্য ডে' মুক্তির অপেক্ষায় আছে। এটি বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নে ঢাকা-থিম্পু একযোগে কাজের তাগিদ রাষ্ট্রপতির
বাবা হতে না পেরেও আক্ষেপ নেই অভিনেতা শুভাশিস মুখার্জির
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে সোহেল রানা
ছবি নিয়ে নানা প্রশ্ন, মুখ খুললেন সেই শরিফুল
X
Fresh