• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনায় ৩০ লাখ রুপিসহ এক মাসের বেতন দিলেন নুসরাত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০২০, ১৯:০৮
নুসরাত জাহান
ছবি সংগৃহীত

নুসরাত জাহান বসিরহাটের তৃণমূলের তারকা সাংসদ তিনি। করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের এক মাসের বেতন এবং নিজস্ব সাংসদ তহবিল থেকে ৩০ লাখ রুপি দিলেন।

শনিবার নুসরাতের তহবিল থেকে এই অর্থ প্রদান করা হয়েছে। শুধু বসিরহাটবাসীই নয়, স্বাস্থ্যকর্মীদের দিকেও নজর রেখেছেন সাংসদ। বসিরহাট এলাকায় যত হাসপাতাল রয়েছে, সেখানকার স্বাস্থ্যকর্মীরা যাতে প্রত্যেকে যথাযথ মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস পান এবং করোনা চিকিৎসায় যাতে কোনোরকম কমতি না থাকে, সেই জন্যই নিজের সাংসদ তহবিল থেকে ৩০ লাখ টাকা এবং একমাসের সাংসদের বেতন প্রদান করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, করোনা মোকাবিকায় প্রয়োজনীয় টেস্ট কিট এবং যাবতীয় সরঞ্জাম কেনার জন্যেও সাংসদের এই অনুদান থেকে টাকা ব্যয় করা হবে। বসিরহাটের হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ডের কাজেও লাগানো হবে এই অর্থ। নায়িকা ও সাংসদের এমন উদ্যোগে খুশি বসিরহাটবাসী।

নুসরাত জাহান সব সময়ই মানবিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হয়েছেন। অসহায় মানুষের পাশে সুযোগ পেলেই সহযোগিতার দু’হাত বাড়িয়ে দেন তিনি। বিপদকালীন সময়ে আরও একবার সেই প্রমাণ দিলেন নুসরাত।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেমন কাটলো নুসরাতের ঈদ
নির্বাচনের টিকিট না পেয়ে মুখ খুললেন নুসরাত
কলকাতার সিনেমায় তানজিন তিশা
হিন্দি সিনেমার প্রভাবে টালিউডে মন্দা, ঢাকামুখী কলকাতার নায়িকারা
X
Fresh