• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তবুও চুপ শাকিব খান

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৮ মার্চ ২০২০, ১৬:৩৭
শাকিব খান
ছবি সংগৃহীত

দেশের চলমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চলচ্চিত্রের শিল্পীরা বেশ সরব। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে অসহায় শিল্পীদের মাঝে সাহায্য পৌঁছে দেয়া হচ্ছে।

অনেকেই শিল্পী সমিতিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। অপু বিশ্বাস, মিষ্টি জান্নাত, জয় চৌধুরী, বিপাশা কবিরসহ আরও অনেকেই যে যার জায়গা থেকে মাস্ক থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে খাবার থেকে শুরু করে অন্যান্য সহযোগিতা করছেন। বলিউড ও দক্ষিণী ফিল্মস্টাররা তো কোটি কোটি টাকা সহাহতা দিচ্ছেন সরকারকে।

এই তো কলকাতার নায়ক দেবের ১ কোটি রুপি দান চোখ খুলে দিয়েছে অন্যদেরও। কিন্তু ঢাকাই ছবির সুপারস্টার দাবি করা শাকিব খান এই জায়গায় খুব নির্ভার অবস্থায় আছেন। তিনি নিজের গাড়ির চালককে বেতন দিয়ে ঘরে বসেই দিন কাটাচ্ছেন।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, শাকিব খান এই সময়ে অন্য দেশের সেরা তারকাদের মতো সরকারের পাশে দাঁড়াতে পারতেন। কিংবা অসহায় শিল্পীদের জন্যও কিছু করতে পারতেন। এটা মানবিক বিষয়। এক্ষেত্রে নিজেকে সুপারস্টার দাবি করা শাকিবের বিশ্ব সুপারস্টারদের কাছে থেকে বিষয়গুলো শেখার রয়েছে বলে মত দিয়েছেন কেউ কেউ।

আবার কেউ বলছেন, হয়তো শাকিব আগামীদিনে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবেন। শাকিব কী করেন তা সময়ই বলে দেবে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র তাপদাহে রাসিকের জরুরী সভা, নানা উদ্যোগ গ্রহণ
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
X
Fresh