logo
  • ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০, ৮ মাঘ ১৪২৭

রাশিয়ার চেখভ স্টুডিও আসছে নাট্যভ্রমণে

আরটিভি অনলাইন রিপোর্ট
|  ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪০ | আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৩০
বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে রাশিয়ার প্রখ্যাত নাট্যদল 'চেখভ স্টুডিও' ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় সপ্তাহব্যাপি নাট্যভ্রমণে ঢাকায় আসছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকায় রুশ দূতাবাসের যৌথ এ আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

৭, ৮ ও ১০ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কর্মশালা কক্ষে বাংলাদেশের গ্রুপ থিয়েটার কর্মী, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অভিনয়, ডিজাইন ও নাট্য-নির্দেশনা বিষয়ক রুশ শিক্ষা পদ্ধতি-ভিত্তিক কর্মশালা পরিচালনা করবেন তারা।

আসছে ৯ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির মুক্ত আঙিনা এবং জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ঢাকাস্থ রুশ দূতাবাসের রাষ্ট্রদূত আলেকজান্ডার আইভানোভিচ ইগনাতভ ও মস্কোর রুশ নাট্য বিশ্ববিদ্যালয়ের (জিআইটিএস) ডিন অধ্যাপক ভ্লাদিমির বাইচার। এছাড়া স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, রাশিয়ার চেখভ স্টুডিও'র বাংলাদেশে নাট্যভ্রমণের প্রধান সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. ইব্রাহীম হোসেন খান।

ওইদিন বিকেল সাড়ে ৫টায় রাশিয়ার চেখভ স্টুডিও আন্তন চেখভের নাটক ‘গাংচিল’ অবলম্বনে ভ্লাদিমির বাইচারের নির্দেশনায় শিল্পকলা একাডেমির মুক্ত আঙিনা এবং জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ করবে 'চেখভ ও গাংচিল'। নাটকটির ডিজাইন করেছেন ভ্লাদিমির আনশন। ১০ ফেব্রুয়ারি এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ভ্লাদিমির বাইচার ও তাতিয়ানা ফেদিয়ুশিনার যৌথ নির্দেশনায় মঞ্চস্থ হবে আন্তন চেখভের কমেডি 'ভল্লুক'।

এইচএম/এসজেড

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়