• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

করোনা থেকে বাঁচতে ভক্তদের কারিনার পরামর্শ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ মার্চ ২০২০, ১৮:২৯
কারিনা কাপুর
ছবি সংগৃহীত

এই ভয়াবহ সময়ে এখন বাসাতেই থাকা উচিত সবার। বাসায় সিনেমা দেখুন, পরিবারকে সময় দিন, বই পড়ুন। যেটা যেটা ইচ্ছে হয় সেটা করুন। তবে বাসায় থাকুন, নিরাপদে থাকুন। এখন এর কোনও বিকল্প নেই। কথাগুলো সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে ভক্তদের জানিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।

বলিউডের সফল এই অভিনেত্রী এখন ঘরবন্দি রয়েছেন। করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে ভক্তদেরও পরামর্শ দিলেন ‘হিরোইন’ খ্যাত এই অভিনেত্রী।

করোনাভাইরাসে ইতালি, স্পেন, জার্মানি, ইরানসহ বিশ্বের বিভিন্ন প্রাণহানি অব্যাহত আছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় মৃত্যু হয়েছে ২৩৭৮ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯২ জনে। আর আক্রান্ত হয়েছে চার লাখ ২২ হাজার ৬১৪ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৯ হাজারের বেশি।

এদিকে বাংলাদেশে আক্রান্ত হয়েছে ৩৯ জন। আর মারা গেছেন মোট ৫ জন।সুস্থ হয়েছেন ৭ জন।

উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। শুরুতে কেবল চীনেই এর সংক্রমণ ঘটলেও পরবর্তী সারা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়ে ভাইরাসটি।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
২৪ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh