• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অবশেষে জয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:১১

দুই বাংলার জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী জয়া আহসানের আলোচিত ছবি 'বিউটি সার্কাস'র শুটিং শুরু হলো। মাহমুদ দিদার পরিচালিত ২০১৪-১৫ অর্থবছরে সরকারি অনুদানে ছবিটিতে জয়ার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। দীর্ঘদিন ধরেই ছবির কাজ শুরু হবার কথা থাকলেও এতদিন তা হয়ে ওঠছিল না। জয়াও ব্যস্ত ছিলেন টালিউডের ছবির কাজ নিয়ে।

অবশেষে সোমবার নওগাঁর সাপাহারে ছবিটির দৃশ্যধারনের কাজ শুরু হয়েছে। সেখানে টানা ১০ দিন শুটিং চলবে। এরপর ঢাকায় ছবির কিছু অংশের চিত্রায়ণ হবে। জানালেন পরিচালক দিদার।

জয়া জানালেন, ছবিতে তাকে নাম ভূমিকায় দেখা যাবে। কাজটিতে অনেক চ্যালেঞ্জ রয়েছে। এমন চরিত্র আগে কখনো কাজ করেননি তিনি। তাই কাজটি নিয়ে খুব উচ্ছ্বসিত।

সার্কাসকে কেন্দ্র করে একজন নারীর লড়াইয়ের গল্প ওঠে আসবে ছবিতে। সার্কাস পুড়িয়ে দেয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে শত বাধার মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প চলচ্চিত্রে দেখানো হবে।

ছবিতে আরো অভিনয় করছেন তৌকীর আহমেদ, গাজী রাকায়েত, হুমায়ুন সাধু, এবিএম সুমন।

এইচএম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh