• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

করোনাকে পরাজিত করে সিনেমা হল খুলছে চীনে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৪ মার্চ ২০২০, ১৫:৫৩
চীন-করোনা
ছবি সংগৃহীত

ভয়ংকর করোনাভাইরাসের সূত্রপাত হয়েছিল চীনে। পুরো বিশ্ব এখন এই ভাইরাসের আতঙ্কে দিন কাটাচ্ছে। করোনার সেই ভয়াবহতা অনেকটাই কাটিয়ে উঠেছে চীন। জনজীবন স্বাভাবিক হয়ে উঠছে। সেখানকার সিনেমা হল খুলছে।

জানা গেছে, চীনের যেসব অঞ্চলে পাঁচ বা ছয় সপ্তাহ ধরে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। সেই জায়গাগুলোতে সিনেমা হল খুলে দেয়া হচ্ছে। সোমবার চীনের উরুমকি, জিংজিয়াং, কিনহাই ও ফুজিয়ান প্রদেশে ১৭টি সিনেমা হল খুলে দেয়া হয়৷

অন্যদিকে অনেক প্রদেশই এখনও করোনার ধকল কাটিয়ে উঠতে পারেনি। স্বাভাবিক জীবন-যাপন শুরুর পর ধীরে ধীরে সব হল খুলে দেয়া হবে। সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাসটি। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন লাখ ৭৮ হাজার ৮৪৮ এবং মারা গেছেন ১৬ হাজার ৫১৪ জন। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ দুই হাজার ৬৯ জন।

এদিকে বাংলাদেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব শক্তিশালী হয়েছে : শি জিনপিং
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে রাশিয়া-চীনের ভেটো
সবসময় বাংলাদেশের পাশে থাকবে চীন : নৌপরিবহন প্রতিমন্ত্রী
X
Fresh