logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০, ২৪ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩৫ জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ মোট আক্রান্ত ১২৩, তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কেউই সুস্থ হননি: আইইডিসিআর। ভারতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩২, মৃতের সংখ্যা দাঁড়াল ১১৮ জনে, আক্রান্ত মোট ৪২৯৮: স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশ্বব্যাপী মৃত্যু ৬৯ হাজার ৪৫৬ জন এবং আক্রান্তের ১২ লাখ ৭৩ হাজার ৭০৯ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৬২ হাজার ৪৮২ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে ১৫ হাজার ৮৮৭, আক্রান্ত এক লাখ ২৮ হাজার ৯৩৮ জন, দ্বিতীয় অবস্থানে স্পেন। এখন পর্যন্ত মৃত্যু ১২ হাজার ৬৪১ জনের এবং আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন: ওয়ার্ল্ডমিটার।

স্ত্রীকে নিয়ে জিমে গিয়ে বিপাকে শহীদ কাপুর!   

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১৯ মার্চ ২০২০, ১৭:১০ | আপডেট : ১৯ মার্চ ২০২০, ১৭:১৬
শহীদ-মিরা
ছবিতে শহীদ-মিরা
বলিউডের বেশির ভাগ তারকাই গৃহবন্দি অবস্থায় রয়েছেন। করোনাভাইরাসের ছোবল থেকে বাঁচতে সতর্ক তারা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি ভঙ্গের অভিযোগ উঠেছে অভিনেতা শহীদ কাপুরের বিরুদ্ধে। কবির সিং খ্যাত অভিনেতাকে মুম্বাইয়ের এক জিমে ওয়ার্ক-আউট করতে দেখা যায়।

সেখানে তিনি একা নন, সঙ্গে ছিলেন স্ত্রী মীরা রাজপুতও। করোনার কারণে বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশন (বিএমএউ) এরই মধ্যে মুম্বাইয়ের সব জিম বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাকে অমান্য করার অভিযোগে জিম কর্তৃপক্ষ এবং শহীদকে নোটিশ পাঠিয়েছে বিএমএউ। শুধু তাই নয়, বান্দ্রা এলাকার সেই জিম সিলও করে দেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর, জিমের মালিক যুধিষ্ঠির জয়সিংয়ের মতে, সেদিন জিম সম্পূর্ণ বন্ধই ছিল। আমরা কয়েকজন বন্ধু মিলে জিমে আড্ডা দিচ্ছিলাম।

শহীদের প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, চন্ডীগড়ে শুটিং চলকালীন শহীদের ইঞ্জুরি হয়েছিল, বেশ কষ্ট পাচ্ছিলেন তিনি। তাই শহীদ আমার কাছে কয়েকটা ওয়ার্ক-আউট করার সরঞ্জাম চেয়েছিলেন। আমি কেবল তাকে সরঞ্জামগুলোর ব্যবহারের সঠিক উপায়টি দেখিয়ে দিচ্ছিলাম।

এদিকে গেল ১৪ মার্চ করোনার আতঙ্কে নিজের ছবি ‘জার্সি’-র শুটিং বাতিল করেছেন শহীদ।

এম

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১২৩ ৩৩ ১২
বিশ্ব ১৩০৯৪৩৯ ২৭৩৫৪৬ ৭০৭৯৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়