• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মানুষকে সংযত হওয়ার আহ্বান জানালেন আসিফ আকবর  

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ মার্চ ২০২০, ১৪:০৬
আসিফ আকবর
ছবি আসিফ আকবরের ফেসবুক থেকে নেয়া

করোনাভাইরাস আতঙ্কে বিশ্ব কাঁপছে। বাংলাদেশে এখন পর্যন্ত একজন মারা গেছেন, আক্রান্ত আছেন ১৭জন। এমন অবস্থায় দেশের মানুষকে সতর্ক হওয়ার আহ্বান জানালেন বাংলা গানের যুবরাজ খ্যাত শিল্পী আসিফ আকবর। বিষয়টি নিজের ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন আসিফ। তার পোস্টের কিছু অংশ তুলে ধরা হলো।

'আমার বন্ধুরা যারা সারাবিশ্বে ছড়িয়ে আছে তাদের কাছ থেকে ঐ সমস্ত দেশের খবরাখবর নিলাম। স্পেন, কানাডা, ইংল্যান্ড, মিডলইস্ট, আমেরিকা, অস্ট্রেলিয়া, হল্যান্ড, ইতালিসহ উন্নত দেশগুলো নাগরিক এবং বহিরাগতদের রাষ্ট্রীয়ভাবে সঙ্কট-কালীন ভাতার আওতায় এনেছে, বাংলাদেশের জন্য এটা দুরূহ একটা কাজ। কিছু কিছু দেশে সেনাবাহিনী নিয়োগ দেয়া হয়েছে, ফিলিপাইনে স্বান্ধ্যকালীন কারফিউ জারী করা হয়েছে। সর্বোচ্চ প্রায়োরিটি পাওয়ার পরও মানুষজন যখন এই মহাজাগতিক ক্রাইসিসকে বুঝতে পারেনা, তাদের জন্য শাস্তির ব্যবস্থাও নিতে বাধ্য হচ্ছে প্রশাসন। কোভিড-19 কোনও ছেলে খেলা নয় এটা বুঝতে খুব একটা গবেষণার প্রয়োজন নেই। এখন আর দোষারোপের সময় নেই, সবাইকে যার যার পারিপার্শ্বিক নিরাপত্তার চিন্তা মাথায় রাখা একান্ত কর্তব্য।

বাংলাদেশে সব কিছুতেই প্রথমে উত্তেজনা থাকে। সর্বোচ্চ ক্ষতিসাধন প্রত্যক্ষ করা স্বত্বতেও আমরা কিছু সময় পরেই ক্যাজুয়্যাল হয়ে যাই। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে, এখনও গার্মেন্টসসহ অফিস আদালত চালু আছে। প্রতিটি সেক্টরেই মানুষ বিপদে আছে। অথচ আমরা সরকার কিংবা দায়িত্বশীল চিকিৎসকদের সতর্কবার্তাগুলো মানছিনা। আবেগী জাতির কাছে বিপর্যয়ের চেয়ে ডেমকেয়ার আনন্দই উত্তম পরিলক্ষিত হচ্ছে বেশি। আমি নিজেও কন্টিনিউয়াস ধৌত প্রক্রিয়ায় আছি, বাসায়ও একই ব্যবস্থা। তারপরও মনে হচ্ছে আবেগ দমনে ১৪৪ ধারা এবং কিছু সময় কারফিউ দেয়া ছাড়া এই যুদ্ধ চালানো মুশকিল। বাংলাদেশ সরকারের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রশাসন আবারও কোভিড-19 এর বিরুদ্ধে জনতাকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই সঙ্কট মোকাবেলা করবে আমার বিশ্বাস। সবাই ডাক্তার হবেন না প্লিজ...

মনে রাখতে হবে- সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে... বিশ্ব মানবতার জয় হউক... বাংলাদেশের মানুষ বাধ্যতামূলকভাবে নিরাপদে থাকুক। ভালোবাসা অবিরাম....।'

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ আকবর
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
নোয়াখালীতে বিনোদন কেন্দ্রের দাবিতে লিফলেট বিতরণ
বিনোদন পার্কে অশ্লীলতা, ১০ নারী-পুরুষ আটক
X
Fresh