• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গল্প ভাবনায় নাটক ‘মহানায়ক’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০২০, ২১:১৭
তারিক আনাম খান
মহানায়ক নাটকের দৃশ্যে তারিক আনাম খান

জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে ১৭ মার্চ প্রচার হবে বঙ্গবন্ধুকে নিয়ে গল্প ভাবনায় বিশেষ নাটকমহানায়ক

প্রধান চরিত্রে অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান আরও রয়েছেন আব্দূন নুর সজল, সালহা খানম নাদিয়ার মতো জনপ্রিয় মুখ নাটকটি রচনা পরিচালনা করেছেন সুমন আনোয়ার আগামীকাল মঙ্গলবার রাত টায়মহানায়কনাটকটি দেখানো হবে

গল্পে দেখা যাবে, মফস্বলের একজন প্রবীণ হোমিও ডাক্তার মতিন সাহেব তিনি চিরকুমার, সংসার করেননি দেশ গড়বেন বলে তাকে দেশ গড়ার দায়িত্ব দেয়নি কেউ তিনি নিয়েছেন এই দায়িত্ব মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব থেকে মহানায়কের অসমাপ্ত কাজ তিনি করে যেতে চান তাই তিনি রাজারনীতি ঠিক করতে না এসে কাজে মনোযোগী হন তার কাজ শুরু হয় বাড়ি থেকে তার গ্রামকে ঘিরে যে সোনার বাংলার স্বপ্নে একজন মহানায়ক ৭ই মার্চ ডাক দিয়েছিলেন যে বাংলায় সাম্প্রদায়িক সম্প্রতি সংস্কৃতির সাথে ঐতিহ্যের মত লালন হবে যে বাংলায় কৃষক হবে সম্মানীত, চাকুরীজীবীরা দেশের সেবায় ব্যস্ত থাকবেন সেই বাংলা গড়তে আজও যুদ্ধ করে যাচ্ছেন মতিন সাহেব

তিনি বিশ্বাস করেন মহানায়ক মুজিব-এর আবার জন্ম হবে আবার সে ফিরে আসবে এই বাংলার জীবনানন্দের কবিতায় অথবা কোনও উত্তাল মার্চে সংগ্রামের জীবন স্রোতে তাই মতিন সাহেব আজও চিরকুমার মহান নেতা ফিরে এসে যেন সোনার বাংলাই দেখতে পান সেই লক্ষ্যেই মতিন সাহেবের প্রতিদিনের কাজ নানা ঘটনার মধ্যে দিয়ে গল্পটি এগিয়ে যায়

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদ আসলে এখন মনে হয় বড় হয়ে গিয়েছি : ইভানা
‘বাবাকে ছাড়া কেমন যেন শূন্য মনে হয় নিজেকে’
ছয় নাটক নিয়ে সজীবের ঈদ
ঈদের একগুচ্ছ নাটকে চাঁদনী
X
Fresh