• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনার কারণে বঙ্গবন্ধু বায়োপিকের নির্মাণ কাজ পিছিয়ে যাচ্ছে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ মার্চ ২০২০, ১৬:২৯
বঙ্গবন্ধু
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনার বায়োপিক ‘বঙ্গবন্ধু-এর শুটিং পেছানো হয়েছে। করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মিত ছবিটি নিয়ে কাস্টিং ডিরেক্টর বাহারউদ্দিন খেলন গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

কিন্তু এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এর আগে তথ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ১৭ মার্চ থেকে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির ছবির শুটিং শুরু হবে। এজন্য প্রায় সকল প্রস্তুতি সেরেও ফেলা হয়েছিল।

গেল ১ মার্চ বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন স্বাক্ষরিত এক গেজেটে বায়োপিকের অভিনেতা-অভিনেত্রীদের প্রাথমিক ৫০ জনের আংশিক তালিকা চূড়ান্ত করা হয়। এটি নির্মাণ করছেন মুম্বাইয়ের নন্দিত নির্মাতা শ্যাম বেনেগাল।

২০২১ সালের ১৭ মার্চের আগেই বায়োপিকের নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। শুধু এই ছবিই নয়, করোনার কারণে দেশ-বিদেশের অনেক তারকা-অভিনেতাই শুটিং বন্ধ রেখেছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছেলের জন্মদিনে মাহির কোটি টাকার গাড়ি উপহার
ডিএসসিসির নথি ও চিঠিপত্র সম্পূর্ণ বাংলায় লেখার নির্দেশ
নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার 
যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর স্টেশনে র‌্যাবের কন্ট্রোল রুম
X
Fresh