logo
  • ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনসহ মোট আক্রান্ত ৩৩৭৪, মৃত্যু ১১ জনসহ বেড়ে ৭৯: স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ১৮ জন, মৃত্যু ১, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন: স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬০৮ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের, বিশ্বব্যাপী মোট মৃত্যু ৬৪ হাজার ৬৬৭ জনের, সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত: ওয়ার্ল্ডোমিটার। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, আক্রান্ত ১ লাখ ১৪১৭৪, মৃত্যু ২৬২৪ জন: সিএএএন।

আবারও ক্যাটরিনা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৪ মার্চ ২০২০, ১৯:১৮ | আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৯:৩৪
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

দর্শকপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শুরুর দিকে নিন্দুকেরা বলতেন এই মেয়ে অভিনয় জানে না সুন্দর চেহারা ছাড়া ওর কী আছে? সঙ্গে ঠিক মতো হিন্দি বলতে পারেন না সেই বদনাম তো ছিলই। কিন্তু সবকিছু ছাপিয়ে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ক্যাটরিনাকে মুম্বাইয়ের সঞ্জয়লীলা বনসালির জুহুর অফিসের বাইরে দেখা যায়। গুঞ্জন শোনা যাচ্ছিল তাহলে কি ক্যাটরিনা এবার বনসালির ছবিতে কাজ করতে চলেছেন?

জানা গেছে, বনসালির নতুন এই ছবি অর্থাৎ ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’তে ক্যাটরিনাকে একটি আইটেম নম্বরে দেখা যেতে পারে।

আর এই ছবির প্রধান চরিত্রে থাকছেন আলিয়া ভাট। এর আগে ক্যাটরিনা বিভিন্ন ছবিতে ‘আইটেম নম্বর’-এর সঙ্গে নাচ করেছেন। এর মধ্যে ‘অগ্নিপথ’ ছবির চিকনি চামেলি, ‘তিস মার খান’ ছবির শীলা কি জওয়ানি এবং ‘বার বার দেখো’ ছবির কালা চশমা গানগুলো দর্শক দারুণ পছন্দ করেছেন।  

এম

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৮৮ ৩৩
বিশ্ব ১২৩৭৪২০ ২৫২৯৪৪ ৬৭২৬০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়