• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পৃথ্বীরাজকে উৎসর্গ করে নাটক স্বপ্ন বিলিয়ে যাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০১
স্বপ্ন বিলিয়ে যাই
ছবি সংগৃহীত

অকালে ঝরে যাওয়া মেধাবী সঙ্গীতশিল্পী পৃথ্বীরাজকে উৎসর্গ করে নির্মিত হয়েছে নাটক স্বপ্ন বিলিয়ে যাই।

নাটকের গল্প গড়ে উঠেছে কানাডা প্রবাসী তমালকে ঘিরে। শিশু অধিকার নিয়ে গবেষণার কাজে দেশে এসে পুরান ঢাকার অলি-গলিতে স্বপ্নফেরি করে বেড়ায় তমাল। পরিচয় হয় বিভার সাথে। শিশুদের মতো বিভাও স্বপ্ন দেখে। তবে বাধা হয়ে দাঁড়ায় পুঁজিপতি মাহমুদ। এভাবেই পুঁজি ও পেশী শক্তির বিরুদ্ধে ঘাত-প্রতিঘাত নিয়ে এগিয়ে যায় তমাল-বিভার গল্প। নাটকে বিভিন্ন চরিত্রে মনোজ প্রামাণিক, আজমেরি আশা, মাজনুন মিজান, মুশফিক ফারহান অভিনয় করেছেন।

নাটকে ‘একি ঘোর’ শিরোনামের গানের সঙ্গীত পরিচালনা করেন প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী পৃথ্বীরাজ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেধাবী নির্মাতা তৌফিক এলাহী ।

এ ব্যাপারে জানতে চাইলে পরিচালক বলেন, ‘একি ঘোর’ আমার লেখা প্রথম গান। আমি গানটিতে যে ধরণের মিউজিক্যাল মোটিফ চেয়েছিলাম পৃথ্বী তা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। নাটক ছাড়াও আমার একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও সে সঙ্গীত করেছে। এভাবে তার অসময়ে চলে যাওয়াটা সত্যি দুঃখজনক। এ নাটকটি পৃথ্বীরাজকেই উৎসর্গ করছি।

পরিচালক জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে একক নাটক ‘স্বপ্ন বিলিয়ে যাই’।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাবিতে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার
এক চার্জে ৯০০ কিলোমিটার চলবে শাওমির গাড়ি
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
X
Fresh