logo
  • ঢাকা শনিবার, ০৪ এপ্রিল ২০২০, ২১ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২ জনের মৃত্যু, শনাক্ত ৯ এর মধ্যে রয়েছে দুই শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩০ জন: আইইডিসিআর। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সাড়ে ৫ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্কেই গত ২৪ ঘণ্টায় ৫৬২ জন মারা গেছেন, মোট মৃত্যু ২৩৭৩: গভর্নর অ্যান্ড্রু কুমো। ভারতে মোট ৬২ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ২৫৪৭ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৭৮ জন, তবে চিকিৎসায় সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে ভারতে। শুক্রবার পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৫৯ হাজার ১৩১ জন। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন আক্রান্ত, মৃত্যু নেই।

মোহনার সঙ্গে একই ছাদের নিচে নয় বছর জিৎ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৮ | আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৭
টালিউড, অভিনেতা, জিৎ, বিবাহবার্ষিকী
জিৎ ও মোহনা রতলানি।

টালিউডের জনপ্রিয় অভিনেতা জিৎ। প্রসেনজিৎ, দেব, আবিরের মতো সব ধরনের ছবি তিনি করেন না। সব সময় অ্যাকশন হিরোতেই থাকতে চান। আর জিৎ অ্যাকশন হিরো হওয়া মানে বক্স অফিসে সে ছবি সুপার-ডুপার হিট। জিৎ যে ছবিই করেন খুব ভেবে চিন্তে করেন। ভক্তদের সন্তুষ্টি থাকে শীর্ষে।

এত কথা বলার অর্থ হলো আজ টালিউডের এই তারকার বিয়েবার্ষিকী। নয় বছর ধরে মোহনা রতলানির সঙ্গে একসঙ্গে থাকছেন তিনি।

২০১১ সালের আজকের দিনে জিৎ বিয়ে করেছিলেন মোহনা রতলানিকে। পার হয়েছে অনেকগুলো বছর। জিতের একটি মিষ্টি মেয়েও হয়েছে। স্ত্রী ও কন্যাকে নিয়ে জিতের সুখের সংসার।

আজ বিয়েবার্ষিকীতে জিৎ বউয়ের সঙ্গে ছবি পোস্ট করলেন তার ইনস্টাগ্রাম প্রোফাইলে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মোহনাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরে চুমু দিয়েছেন জিৎ। ছবির সঙ্গে লিখেছেন, শুভ বিয়েবার্ষিকী আমার ভালোবাসা।

জিএ/পি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৭০ ৩০
বিশ্ব ১১২৩০২৪ ২২৮০০৬ ৫৯১৪০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়