• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধর্মীয় ভেদাভেদ ভোলাতে অনুপমের গান (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:১০
অনুপম রায়, পরিচয়,
অনুপম রায়

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, গীতিকার ও সঙ্গীত পরিচালক অনুপম রায়। ভাষা দিবসের ঠিক একদিন আগে প্রকাশ্যে এসেছে তার নতুন সিঙ্গেল 'পরিচয়'। এই গানে ধর্মের ভেদাভেদ ভুলিয়ে সকলকে মনুষ্যত্বের সঙ্গে 'পরিচয়' করালেন তিনি। গানটি এরই মধ্যে শ্রোতামহলে প্রশংসিত হয়েছে।

যদিও ওরা তোমায় চিনতে চেয়ে / প্রশ্ন করে বলো তুমি কে/ হাসিমুখে জবাব দিও ভাই / সবার ওপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' এমন কথার গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে গেছে।

ভারতে যখন এনআরসি, সিএএ বিতর্কে উত্তাল, ঠিক তখনই মনুষত্বের জয়গান করলেন অনুপম রায়। অনুপম রায়ের ভাষ্য, প্রায় ১২ বছর আগেই গানটি লিখেছিলাম, তখন আমি এই জগতে আসিনি। তবে বর্তমান সমাজিক অবস্থাই আবার এই গানকে ফেরাতে বাধ্য করেছে। চণ্ডীদাস থেকে লালন, রবীন্দ্রনাথ সকলেই যুগে যুগে গানের মাধ্যমেই মানবতার কথা বলেছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ মরদেহ হস্তান্তর, মৃত একজনের পরিচয় শনাক্ত করা যায়নি 
পরিচয়ে লেখক, আদতে ভয়ঙ্কর শিশু পর্নোগ্রাফার
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিচয় মিলেছে
ময়মনসিংহে ২ বাসের সংঘর্ষ : নিহতদের পরিচয় মিলেছে  
X
Fresh