• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দুর্বৃত্তের গুলিতে র‍্যাপ সঙ্গীতশিল্পী নিহত

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০১
র‌্যাপ সঙ্গীতশিল্পী, পপ স্মোক, হত্যা
পপ স্মোক

আমেরিকার জনপ্রিয় র‌্যাপ সঙ্গীতশিল্পী পপ স্মোককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ক্যালিফোর্নিয়ার হলিউড হিলসে তার বাড়িতে বুধবার হামলা চালিয়ে হত্যা করা হয়। বিষয়টি জানায় সিএনএন ও দ্যা নিউ ইয়র্ক টাইমস।

স্থানীয় পুলিশ গণমাধ্যমকে জানায়, সঙ্গীতশিল্পীর এক বন্ধুর বাড়ির দরজা ভেঙে কয়েকজন আক্রমণ করে। আক্রমণকারীদের একজনের হাতে অস্ত্র আছে। পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে পপ স্মোককে আহত অবস্থায় উদ্ধার করে। মেডিকেল সেন্টারে ভর্তির এক ঘণ্টা পরে কর্তব্যরত চিকিৎসকরা পপ স্মোককে মৃত ঘোষণা করে। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

প্রত্যক্ষদর্শীর তথ্য মতে, দুই থেকে ছয়জন ব্যক্তি আক্রমণ করেছিল। তাদের একজন মুখ মাস্ক পরা ছিল।

সঙ্গীতশিল্পী পপ স্মোকের প্রকৃত নাম বাশার বারাকাহ জ্যাকশন। গত সপ্তাহে মুক্তি পাওয়া তার সপোমোর মিক্সট্যাপ দিয়ে মাত্র ২০ বছর বয়সেই সফলতার মুখ দেখেছিলেন তিনি। কিন্তু তার এই ২০ বছর জীবনের শেষ অধ্যায় হয়ে থাকলো। সফলতার মুহূর্তে তাকে নিয়ে বিভিন্ন পত্রিকা শিরোনাম করেছিল। তবে সফলতার প্রকৃত আলো দেখার মুখে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে দেশটির উদীয়মান এই র‌্যাপ তারকাকে। ভক্তদের অনেকেই ধারণা করছেন, প্রতিদ্বন্দ্বীদের কারও হিংসার শিকার হয়েছেন তিনি।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
X
Fresh