• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বইমেলায় আসিফ আকবরের দেখা পেলেন ভক্তরা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৯
আসিফ আকবর
ছবি সংগৃহীত

কোটি শ্রোতার প্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর। এবার বইমেলায় লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। ‘অমর একুশে বইমেলা-২০২০’ এ আসিফের লেখা ‘পোটকরা টু ম্যানহাটান’ নামের একটি বই প্রকাশ করেছে অন্যধারা।

এদিকে আজ মঙ্গলবার বিকেল ৪টা থেকে একুশের বইমেলায় অন্যধারার ৫৯৯-৬০২ নাম্বার স্টলে ছিলেন আসিফ। এ সময় আসিফ ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অন্যধারা প্রকাশনীর সামনে দেখা যায় উপচেপড়া ভিড়। লাইন দিয়ে আসিফের বই কিনেছেন ভক্তরা।

আসিফ আকবর বলেন, ‘আমার প্রথম বই পোটকরা টু ম্যানহাটন নিয়ে উৎসাহীদের সঙ্গে কিছু সময় কাটিয়েছি আজ। খুব ভালো লাগছে মেলায় এসে। লেখক পাঠকের এই মিলনমেলা বইমেলায় এলেই কেবল দেখা যায়।’

‘পোটকরা টু ম্যানহাটান’ বইয়ের প্রচ্ছদ করেছেন চন্দন রায় চৌধুরী। ব্যাক পেজ স্কেচ এঁকেছেন খলিফা পলাশ।

গেল বছরের শেষদিকে গহীনের গান মিউজিক্যাল ফিল্মের মাধ্যমে বড় পর্দায় নায়ক হিসেবে অভিষেক হয় আসিফের। তার নয়টি গানের উপরে গল্প নির্ভর ছবিটি দারুণ প্রশংসিত হয়।

এম/পি

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরস্কারের ঘোষণা দিলেন আসিফ আকবর
এক যুগ পর ভোট দিলেন আসিফ আকবর
X
Fresh