• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫২
কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল মারা গেছেন
ফাইল ছবি

কলকাতার জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। আজ মঙ্গলবার ভোররাতে ভারতের মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।

১৯৫৮ সালের ২৯ সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্মগ্রহণ করেন তাপস পাল। এরপর ১৯৮০ সালে মুক্তিপ্রাপ্ত পরিচালক তরুণ মজুমদারের ‘দাদার কীর্তি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে মাত্র ২২ বছর বয়সে চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন তাপস। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ‘গুরুদক্ষিণা’, ‘সাহেব’, ‘অনুরাগের ছোঁয়া’, ‘বলিদান’ ‘কড়ি দিয়ে কেনা’র মতো একের পর এক সুপারহিট ছবি ভক্তদের উপহার দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।

১৯৮১ সালে ‘সাহেব’ ছবিতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান তাপস পাল।

শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও অভিনয় করেছেন তাপস পাল। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বিপরীতে ‘অবোধ’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

তাপস পাল ২০০৯ সালে ভারতীয় সাধারণ নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে টিকিট নিয়ে কৃষ্ণনগর থেকে এমপি নির্বাচিত হন।

২০১৬ সালে রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে নাম জড়ায় অভিনেতার। এর পরই তাকে যেতে হয় জেলে। তার অভিনীত শেষ ছবি ‘আটটা আটের বনগাঁ লোকাল’ মুক্তি পায় ২০১২ সালে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাম মন্দিরের উদ্বোধন, ১০০ সিনেমার শুটিং বাতিল
X
Fresh