• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বলিউডের সেরা যারা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১২:১২
বলিউড, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস

বলিউডের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের নাম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এবার এই সম্মানজনক পুরস্কারের ৬৫তম আসর বসে ভারতের গুয়াহাটির সায়েন্স সিটি অডিটোরিয়ামে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে গতকাল (১৫ ফেব্রুয়ারি) এক ছাদের নীচে জমায়েত হন বলিউডের সব বিখ্যাত তারকারা। এবছর সেই আসরে ছিলেন ভিকি কৌশাল, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে বিদ্যা বালান সবাই। সেরা হিন্দি সিনেমার নমিনেশন পেয়েছিল জোয়া আখতারের পরিচালনায় 'গলি বয়', সেরা অভিনেতার নমিনেশনে ছিলেন রণবীর সিং, সেরা অভিনেত্রী আলিয়া ভাট।

এবার ‘গলি বয়’-এর জয়জয়কার। সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা সহ অভিনেতা, সেরা গীতিকার সহ ১৩টা অ্যাওয়ার্ড জিতেছে ছবিটি।

'আর্টিকেল ১৫' এর জন্য ছয়টি নমিনেশন পান আয়ুষ্মান খুরানা। 'মিশন মঙ্গলে'র জন্য বেশ কিছু অ্যাওয়ার্ড রয়েছে অক্ষয় কুমার, বিদ্যা বালানের হাতেও। নমিনেশনের লম্বা তালিকায় ছিল 'উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক'ও। পুরস্কারের পর রাতের মঞ্চ মাতান ভিকি কৌশাল, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ানসহ অনেকে।

আন্তর্জাতিক মঞ্চে অস্কারের মতোই ভারতীয় ছবির জগতে ফিল্মফেয়ারের গুরুত্ব। এ নিয়ে সিনেপ্রেমীদের কৌতূহল বেশ। কোন বিভাগে কে পুরস্কার জিতলেন, তা জানতে আগ্রহী অনেকেই।

চলুন জেনে নিই সেরাদের নাম

সেরা অভিনেত্রী (ক্রিটিকস): ভূমি পেড়নেকর এবং তাপসী পান্নু (সান্ড কি আঁখ)

সেরা অভিনেতা (ক্রিটিকস): আয়ুষ্মান খুরানা (আর্টিক্যাল ১৫)

সেরা ছবি (ক্রিটিকস): আর্টিক্যাল ১৫ এবং সোনচিড়িয়া

সেরা অভিনেতা: রণবীর সিং (গলি বয়)

সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গলি বয়)

সেরা পরিচালক: জোয়া আখতার (গলি বয়)

সেরা অরিজিনাল গল্প: অনুভব সিনহা এবং গৌরব সোলাঙ্কি (আর্টিক্যাল ১৫)

সেরা সংলাপ: বিজয় মৌর্য (গলি বয়)

সেরা ছবি: গলি বয়

সেরা পার্শ্বঅভিনেতা: সিদ্ধান্ত চতুর্বেদী (গলি বয়)

সেরা পার্শ্বঅভিনেত্রী: অম্রুতা সুভাষ (গলি বয়)

সেরা ডেবিউ পরিচালক: আদিত্য ধর (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)

সেরা ডেবিউ অভিনেতা: অভিমন্যু দসনী (মর্দ কো দর্দ নহি হোতা)

সেরা ডেবিউ অভিনেত্রী: অনন্যা পাণ্ডে (স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২)

সেরা প্লেব্যাক গায়ক: অরিজিৎ সিং (কলঙ্ক)

সেরা প্লেব্যাক গায়িকা: শিল্পা রাও (ওয়ার)

সেরা লিরিক্স: ডিভাইন ও অঙ্কুর তিওয়ারি (গলি বয়)

সেরা মিউজিক অ্যালবাম: গলি বয় এবং কবীর সিং

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: কার্শ কালে এবং স্যালভেজ অডিও কালেক্টিভ (গলি বয়)

সেরা অ্যাকশন: পল জেনিংস, ওহ সি ইয়ং, পারভেজ শেখ ও ফ্রাঞ্জ স্লিনহস (ওয়ার)

সেরা কোরিওগ্রাফার: রেমো ডিসুজা (কলঙ্ক)

সেরা সিনেমাটোগ্রাফি: জয় ওজা (গলি বয়)

সেরা এডিটিং: শিবকুমার (উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক)।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হলিউড-বলিউড হার মানবে যাদের কাছে!
অস্ত্রোপচার করে চেহারা পাল্টে ট্রলের শিকার রাজকুমার রাও
‘ইন্ডাস্ট্রি কারো বাবার নয়’
ঈদে ভক্তদের চমকে দিতে মান্নাতের ব্যালকনিতে শাহরুখ
X
Fresh