• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চলে গেলেন ‘মুভি মোঘল’ খ্যাত জাহাঙ্গীর খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৮
‘মুভি মোঘল’, এ কে এম জাহাঙ্গীর খান, মারা গেছেন
এ কে এম জাহাঙ্গীর খান। ফাইল ছবি

ঢাকাই সিনেমার সত্তর-আশির দশকের কালজয়ী অনেক ছবির প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান আর নেই।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।

তিনি বলেন, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এ কে এম জাহাঙ্গীর খান। শারীরিক কিছু সমস্যা ছিল।

বাংলাদেশের চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে জাহাঙ্গীর খানের অবদান বেশ। তিনি একাধিক সিনেমার পরিবেশক ও প্রযোজক ছিলেন। ১৯৭৬ সালে প্রথম তিনি প্রযোজনা করেন ‘নয়নমণি’ ছবিটি। যা হলে ১০৩ সপ্তাহ চলার রেকর্ড গড়েছিল। এর আগে ১৯৭৩ সালে তার প্রথম পরিবেশিত ছবি ছিল ‘যাহা বলিব সত্য বলিব’। ৪৩টি ছবির প্রযোজক ও পরিবেশক তিনি। তিনি প্রযোজনা করেন তুফান, বিজয়িনী সোনাভান, চোরের রাজা, রাজকন্যা, বাদল, আলতাবানু, সওদাগর, পদ্মাবতী, সম্রাট, চন্দ্রনাথ’, ডাকু মর্জিনা, সোনাই বন্ধু, বাবার আদেশসহ অসংখ্য সিনেমা।

এ কে এম জাহাঙ্গীর খানকে চিত্রালীর সম্পাদক আহমদ জামান চৌধুরী ‘মুভি মোঘল’ উপাধি দিয়েছিলেন। যে নামে আজও অনেকেই চেনেন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন
‘ঈশ্বর কণা’ আবিষ্কারক নোবেলজয়ী পিটার হিগস মারা গেছেন
মারা গেছেন মিমকে সোনার ব্রেসলেট উপহার দেওয়া সেই ভক্ত
ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন জিয়া রহমান মারা গেছেন
X
Fresh