• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সত্য ঘটনা অবলম্বনে ভালোবাসা দিবসের নাটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০০
ভালোবাসা দিবস, টেলিভিশন, নাটক, ‘পরিপূরক’
মেহজাবীন, আফরান নিশো ও শাফায়াত মনসুর রানা।

এবারও ‘ফাল্গুনে ভালোবাসা বৈশাখে প্রেম’ শিরোনামকে সামনে রেখে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নাটক।

ভালোবাসা দিবসের এই নাটকটি জনপ্রিয় বেসরকারি টেলিভিশন আরটিভিতে দেখানো হবে। নাটকের নাম ‘পরিপূরক’। নাটকটি নির্মাণ করেছেন শাফায়াত মনসুর রানা।

নাটকের গল্পে উঠে এসেছে অন্যরকম এক জীবন সংগ্রামের গল্প। এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী- মেহজাবীন এবং আফরান নিশো।

নাটক প্রসঙ্গে শাফায়াত মনসুর রানা বলেন, নাটকের গল্প অসাধারণ। বাস্তব জীবনের ঘটনা। আমার চরিত্রের প্রয়োজনেই নিশো এবং মেহজাবীনকে নেওয়া। দর্শক দেখলে বুঝতে পারবেন কতটুকু বাস্তবসম্মত।

‘পরিপূরক’ নাটকটি ১৪ ফেব্রুয়ারি রাত ১০টা ১৫ মিনিটে আরটিভিতে দেখানো হবে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারত বিরোধিতার নাটকবাজি করে লাভ হবে না : হানিফ
বাংলাদেশ আর আমি একসঙ্গে বড় হচ্ছি : বিপাশা হায়াত
ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের ইফতার 
শুক্রবার প্রাচ্যনাটের নাটক ‘অচলায়তন’
X
Fresh