• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভালোবাসা দিবসে ‘হৃদয় ভাঙা ঢেউ’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৮:১৮
আফরান নিশো ও অভিনেত্রী, মেহজাবিন চৌধুরী, নাটক
আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী।ফাইল ছবি।

ঢাকা শহরে রিফাত নামে এক ব্যক্তির কাজই হচ্ছে চায়ের দোকানে বসে সারা দিন চা খাওয়া কারণ। কারণ তার জীবনে প্রেমও নেই চাকুরীও নেই। হঠাৎ নিতু নামের একটা মেয়ে মফস্বল শহর ময়মনসিংহ থেকে ঢাকায় আসেন।

আজমপুরে একটা ঠিকানা নিয়ে চায়ের দোকানের সামনে এসে হাজির হয়। মেয়েটি ঠিকানাটা কোথায় একটু খুঁজে দিতে বলে। কিন্তু রিফাত সাহেবের মেয়েটিকে দেখে ধান্দাবাজ মনে হয় এবং সে কোন ঠিকানা খুঁজে দিতে পারবে না বলে জানিয়ে দেন। মেয়েটি তারপরও না গেলে রিফাত সাহেব মেয়েটিকে বকা দেন। সঙ্গে সঙ্গে মেয়েটি কেঁদে ফেলেন।

তারপর রিফাত সাহেব ঠিকানাটা খোঁজার দায়িত্ব নেয়। দুজনের ঠিকানা খোঁজার মধ্য দিয়ে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। এভাবে এগিয়ে যায় গল্প। এমনই এক নাটকে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকটির গল্প লিখেছেন মেহজাবিন চৌধুরী নিজেই। পরিচালনা করেছেন মহিদুল মহিম।

নাটকটিতে আফরান নিশোর চরিত্র রিফাত নামে আর মেহজাবিন চৌধুরী নাম নিতু। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৩০মিনিটে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে দেখানো হবে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভালোবাসা দিবসে অপূর্ণ রুবেলের তিন নাটক
ভালোবাসা দিবসে কুয়াকাটায় পর্যটকের ভিড়
ভালোবাসা বলে কিছু নেই, এখন সবটাই শরীর-সর্বস্ব : দেবলীনা
ভালোবাসা দিবসে নওগাঁয় আদালতে প্রেমঘটিত ৩৬ মামলার শুনানি
X
Fresh