• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রকাশ্যে এপিজে আবদুল কালামের জীবন ভিত্তিক চলচ্চিত্রের ‘ফার্স্ট লুক’

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ১১ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৪
ভারত, সাবেক রাষ্ট্রপতি, এপিজে আবদুল কালাম, জীবন,  চলচ্চিত্র
এপিজে আবদুল কালাম

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জীবন নিতে তৈরী হতে চলেছে চলচ্চিত্র। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর একটি সাংবাদিক সম্মেলনে সামনে আনলেন ছবির ‘ফার্স্ট লুক’। ছবির নাম দেওয়ার সিদ্ধান্ত করা হয়েছে ‘এপিজে আবদুল কালাম-দ্য মিসাইল ম্যান’।

গত রোববার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ছবির ‘ফার্স্ট লুক’ প্রকাশের একটি ছবি পোস্ট করেন জাভড়েকর। সঙ্গে লেখেন, হলিউড ও দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির যুগ্ম উদ্যোগে তৈরী হতে চলেছে এই ছবি। ভারতের সাবেক রাষ্ট্রপতি আবদুল কালামের জীবন তুলে ধরা হবে চিত্রনাট্যে। এই বছরের শেষে মুক্তি পাবে ‘এপিজে আবদুল কালাম-দ্য মিসাইল ম্যান’।

জগদীশ দানেটি, সুবর্ণ পাপ্পু এবং মার্টিনি ফিল্মসের জনি মার্টিনের যুগ্ম প্রযোজনার সিনেমাটি নির্মিত হবে। মুখ্যচরিত্রে দেখা যাবে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ওলি-কে।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাবনূরের বিকল্প নেই: ডিপজল
সহকর্মী ও গণমাধ্যমকে এড়িয়ে গেলেন ইলিয়াস কাঞ্চন
ভোটগ্রহণ শেষ, কিছুক্ষণের মধ্যেই গণনা শুরু
শিব নারায়ণ দাশকে জাতি আজীবন স্মরণে রাখবে : জি এম কাদের 
X
Fresh