অভিনেতা সন্তু মুখার্জি গুরুতর অসুস্থ
কলকাতার অভিনেতা সন্তু মুখার্জি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘদিন ধরে হাইপারটেনশন আর সুগারের জন্য ভুগছিলেন তিনি। বাড়িতেই শুরু হয়েছিল শ্বাসকষ্ট।
হঠাৎ অবস্থার অবনতি ঘটায় ৪ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ সময় সঙ্গে ছিলেন বড় মেয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
ভারতীয় গণমাধ্যমের খবর, সন্তু মুখার্জি ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে আছেন।
তার ছোট মেয়ে অজপা মুখার্জি জানান, ‘‘বাবার সোডিয়াম পটাশিয়াম লেভেল কমে গিয়েছে। হিমোগ্লোবিনের কাউন্টও ভালো না। আজ সকাল থেকে কাউকে চিনতে পারছে না। শ্বাসকষ্টের সমস্যাও চলছে।’’
এদিকে ডাক্তারদের কড়া নজরে রয়েছেন ৬৮ বছরের এই অভিনেতা। বহু বাংলা ছবিতে নিজের অভিনয় সত্তাকে প্রকাশ করেছেন তিনি। বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয় মুখ সন্তু মুখার্জি।
এম