logo
  • ঢাকা শনিবার, ১৬ জানুয়ারি ২০২১, ২ মাঘ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:২৩

না ফেরার দেশে ‘কুইন অব ক্যাবারে’ মিস শেফালি

মিস শেফালি,  আরতি দাস, কুইন অব ক্যাবারে,
ফাইল ছবি
‘কুইন অব ক্যাবারে’ আরতি দাস মারা গেছেন। ‘মিস শেফালি’ নামেই তিনি সর্বাধিক পরিচিত ছিলেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা নাগাদ সোদপুরে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, মিস শেফালির দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। ৭৬ বছর বয়সে টালিউড ইন্ডাস্ট্রির ষাটের দশকের মঞ্চ মাতানো ‘রাতপরী’র। যার মৃত্যুতে শোকের ছায়া ইন্ডাস্ট্রির অন্দরে।

লাইমলাইট থেকে সরে যাওয়ার পর হতাশাও বাসা বেঁধেছিল ‘মিস শেফালি’র মনে। দীর্ঘ দিন ধরে কাজ না পাওয়া, তার শিল্পসত্ত্বা যথাযথ স্থান কিংবা মর্যাদা না পাওয়ার ক্ষোভ-অভিমান একাধিকবারই তার কথায় উঠে এসেছে।

তৎকালীন সময়ের খ্যাতনামা নর্তকী তো বটেই, কলকাতার প্রথম ক্যাবারে ডান্সারও তিনি। একটা সময় ছিল যখন রাতের কলকাতা মাতিয়ে রাখতো একটাই নাম, মিস শেফালি। কলকাতার খ্যাতনামা সেই ক্যাবারে নর্তকী কোথাও গিয়ে কালের নিয়মে স্মৃতির ভারে মলিন হয়ে গিয়েছিলেন।

‘কুইন অফ ক্যাবারে’ ঠিক এই নামেই ডাকা হতো তাকে। যার নাচের মুগ্ধ ছিলেন উত্তম কুমার থেকে অমিতাভ বচ্চনের মতো অনেকেই।

আধুনিক ‘আইটেম সং’-এর স্রোতে তার নামটা প্রায় হারিয়েই গিয়েছে। যিনি সত্যজিৎ রায়ের দু’টি ছবিতে অভিনয় করেছিলেন। ‘প্রতিদ্বন্দ্বী’ এবং ‘সীমাবদ্ধ’তে বিশেষ ভূমিকায় মিস শেফালিকে দেখা গিয়েছিল।

এম

RTV Drama
RTVPLUS