logo
  • ঢাকা মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০, ১৭ চৈত্র ১৪২৬

শাকিব-অপুর ছেলের গান ভাইরাল (ভিডিও)

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ৩০ জানুয়ারি ২০২০, ১৮:২৩ | আপডেট : ৩০ জানুয়ারি ২০২০, ১৮:৩২
জয়, অপু,
ছেলের সাথে অপু
আব্রাম খান জয়। তারকা বাবা-মা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান। এই দম্পতির বিচ্ছেদের পর মায়ের কাছে রয়েছে আব্রাম। বুধবার নায়িকা অপু বিশ্বাস তার বাসায় সরস্বতী পূজা উপলক্ষে ঘরোয়া এক অনুষ্ঠানের আয়োজন করেন।

সেখানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল অপুর পুত্র জয়। সেই সঙ্গে গলা মিলিয়ে গুনগুন করে গাইতেও দেখা যায়। বিষয়টি পাশ থেকে টের পান আরেকজন।

তারপর জয়ের সামনে মাইক্রোফোন ধরলে গান গেয়ে শোনায় জয়। আর অল্প সময়ে ভাইরাল হয় জয়ের গাওয়া গানটি। ‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও, আমার মায়ের মতো/ গোলাপকে বলি তুমি মিষ্টি নও, আমার মায়ের মতো/ মা যে আমার সবার সেরা, অনন্ত কাল অবিরত।’-জয়ের গাওয়া গানের কথা ছিল এমনই। ফেসবুকে ৫০ সেকেন্ডের গানটি ভাইরাল হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর অপু অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নামের নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে অপুর নায়ক বাপ্পি চৌধুরী। বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

এম

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯ ১৯
বিশ্ব ৭৮৬২২৮ ১৬৬০৪১ ৩৭৮২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়