smc
logo
  • ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০, ৮ কার্তিক ১৪২৭

তারকার প্রিয়

ববির যত প্রিয়

  আরটিভি অনলাইন রিপোর্ট

|  ২৮ জানুয়ারি ২০২০, ১৩:০৬ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৩:১৮
ইয়ামিন হক ববি
ইয়ামিন হক ববি
নায়িকা হওয়ার জন্যই জন্ম তার। তিনি হয়েছেনও তাই-ই। বহু প্রতিবন্ধকতা পাশ কাটিয়ে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন। ক্যারিয়ারে নম্বর ওয়ান প্রতিযোগিতায় না দৌড়ে বরং ভালো কাজের প্রতিই মনযোগী ছিলেন। ২০১০ সালে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক খোঁজ-দ্য সার্চ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই নজর কাড়েন। তিনিই ইয়ামিন হক ববি।  

নোলক, বিজলী, বেপরোয়া, অ্যাকশন জেসমিন, ব্ল্যাকমেইল, আই ডোন্ট কেয়ার, রাজত্ব, ইঞ্চি ইঞ্চি প্রেম, ফুল অ্যান্ড ফাইনাল, দেহরক্ষী, খোঁজ- দ্য সার্চসহ বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। কলকাতায় রক্তমুখী নীলা ছবি দিয়ে গেল বছর অভিষেক হয় টালিউড ইন্ডাস্ট্রিতে। সেখানে আরও কয়েকটি ছবির ব্যাপারে কাজের কথা চলছে। দেশে আকবর, যুদ্ধ, বৃদ্ধাশ্রমসহ হাতে কিছু সংখ্যক ছবি আছে।

ববির সবচেয়ে ভালোবাসার মানুষ বাবা। ২০০৬ সাল থেকে অসুস্থ ছিলেন তিনি। বাবার অসুস্থতার জন্য বিরতি দিয়ে এতদিন কাজ করছিলেন। গেল বছর ৫ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান ববির বাবা। সেই শোক কাটিয়ে ওঠার মতো নয়। বাবাকে খুব মিস করেন ববি। এবার ঢালিউডের হালের সবচেয়ে গ্লামারাস এই নায়িকা আরটিভি অনলাইনের মুখোমুখি হয়ে জানালেন তার প্রিয় যত বিষয়ের কথা।

শখ- বাবার সাথে মুভি দেখা

অবসর- পরিবারের সাথে সময় কাটানো

প্রিয় লেখক- নিকোলাস স্পার্ক, হুমায়ূন আহমেদ

প্রিয় খাবার- চকলেট, বাদাম, চটপটি

ড্রেস- শাড়ি

ভ্রমণ/ঘোরাঘুরি- অস্ট্রেলিয়া, ইউরোপ

প্রিয় ব্যক্তিত্ব- বাবা

প্রিয় অভিনেতা/অভিনেত্রী - হুমায়ুন ফরিদী, শাহরুখ খান,টম ক্রুজ, এঞ্জেলিনা জোলি, শাবানা আজমী, সুবর্ণা মোস্তফা, ববিতা

প্রিয় সিনেমা- দীপু নাম্বার টু, পিকু, নোটবুক

প্রিয় বই- হুমায়ূন আহমেদ-এর যেকোনো উপন্যাস, চোখের বালি, সাতকাহন, হ্যারি পটার

প্রিয় বচন - Do good for others, It'll come back to you definitely

প্রিয় সুগন্ধি- ডলস এন্ড গাব্বানা লাইট ব্লু

সানগ্লাস ব্র্যান্ড- প্রাডা

ঘড়ি- গেস, র‍্যাডো

প্রিয় মুহূর্ত- বাবার সাথে কাটানো প্রতি মুহূর্ত

প্রিয় ফুল- অর্কিড, গন্ধরাজ

এম

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৯৪৮২৭ ৩১০৫৩২ ৫৭৪৭
বিশ্ব ৪,১৫,৭০,৮৩১ ৩,০৯,৫৮,৫৪৬ ১১,৩৭,৭০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়