• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

যৌন নিপীড়ন প্রতিরোধে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ জানুয়ারি ২০২০, ১৮:০০
সেলাই জীবন, টিয়ার গপ্পো,
ছবি আরটিভি অনলাইন

বাংলাদেশ যৌন হয়রানির অভয়ারণ্যে পরিণত হয়েছে গত কয়েক বছরে। এই ব্যাধি যেন কোনও কিছুতেই রোধ করা যাচ্ছে না। চলচ্চিত্রসহ বিনোদনের সহজ ব্যবস্থা তৈরি করে এবং পারিবারিক-সামাজিক সচেতনতা তৈরির মাধ্যমে এ ব্যাধি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এমনটাই মনে করেন নির্মাতা সোহেল রানা বয়াতি।

যৌন হয়রানির মনস্তাত্ত্বিক ও সামাজিক বিষয়বস্তুর উপর সোহেল রানা বয়াতির ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'সেলাই জীবন' ও 'টিয়ার গপ্পো' প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে শিশু সাহিত্য পত্রিকা ঝুনঝুনি। শুক্রবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি 'যৌন নিপীড়ন প্রতিরোধে সংস্কৃতির ভূমিকা' শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হবে।

আলোচনায় অংশগ্রহণ করবেন সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফারুক মঈনউদ্দীন ছোট গল্প শরীরবৃত্তীয় অবলম্বনে 'সেলাই জীবন' এ অভিনয় করেছেন জয়িতা মহলানবিশ, শিমুল খান, পাপিয়া, সাজু আহমেদ।

অন্যদিকে আন্না পুনমের 'ভেনাসের ঝলসানো কিশোরডানা' ছোট গল্প থেকে নির্মিত 'টিয়ার গপ্পো'তে অভিনয় করেছেন নাট্যব্যক্তিত্ব আশিষ খন্দকার, ইকবাল হোসেন, বৃষ্টি, নিলুফার ওয়াহিদ পাপড়িসহ অনেকে।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
X
Fresh