• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘চামচা’ বলে মন্তব্য করায় তোপের মুখে কাজী হায়াৎ

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ২১ জানুয়ারি ২০২০, ১৮:১৬
কাজী হায়াৎ
ছবি সংগৃহীত

দেশীয় চলচ্চিত্রের সুপরিচিত পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের বিরুদ্ধে এফডিসির দুই সংগঠন অভিযোগ জানিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের ‘চামচা’ বলে মন্তব্য করেন তিনি।

এজন্য পরিচালকের কথা ক্ষিপ্ত হয়ে মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের দুই সংগঠনের সদস্যরা পরিচালক সমিতিতে লিখিত অভিযোগ করেছেন। কাজী হায়াতের এমন মন্তব্যের ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন জানান, কাজী হায়াৎ চিঠির জবাব দিলেই বিষয়টি নিয়ে আলোচনায় বসবে সমিতি।

কাজী হায়াৎ সেই ভিডিও সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পের দুটি ডিপার্টমেন্ট ‘মেকআপম্যান’ ও ‘স্টিল ফটোগ্রাফার’। এদের যারা প্রধান তারা সাধারণত নায়ক-নায়িকা, প্রযোজকদের মোসাহেবি করে, বাংলা কথায় চামচামি করে। যদিও ‘চামচামি’ বলার জন্য অনেকে আমার ওপর রাগ করতে পারেন। তাদের তো বিবেক আছে, ব্যক্তিত্ব আছে। তাদের ব্যক্তিত্বে আঘাত লাগে না চামচামি করতে? আমার পক্ষ থেকে বলব, আমার বয়স ৭৩। ৫০তম সিনেমার কাজ চলছে। এখনই তো আমার বলার সময়। আমি ছাড়া বলার আর কেউ নেই।’

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে যা বললেন কাজী হায়াৎ
X
Fresh