logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ জানুয়ারি ২০২০, ১৪:৩৯

ইমন-ববির 'আকবর' ছবিতে আসিফ আকবর

আসিফ আকবর
ছবি- আসিফ আকবর
গ্লামারাস নায়িকা ববি ও ইমনের নতুন ছবি 'আকবর'। এই ছবির সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

গেল বছর মিউজিক্যাল ফিল্ম গহীনের গানের মাধ্যমে নায়ক হিসেবে অভিষেক হয় ও প্রিয়া তুমি কোথায় খ্যাত গায়কের। তবে 'আকবর' ছবিতে নায়ক নন, গায়ক হিসেবেই যুক্ত হয়েছেন তিনি। ছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা শিল্পী।   

এ ব্যাপারে আসিফ আকবর বলেন, আমার ওস্তাদ শওকত আলী ইমন ভাইয়ের সুর আর মহনীয় কম্পোজিশনে -আকবর ছবির গানে কণ্ঠ দিলাম। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। প্লেব্যাক সব সময়ই আমার পছন্দের জায়গা। আমার ভালোবাসার একটা বড় জায়গা দখল করে আছে চলচ্চিত্র। গানটি গেয়ে বেশ ভালো লেগেছে। দর্শকরাও পছন্দ করবে আশা করি।

সবশেষ নোলক ছবির শীতল পাটি গানে কণ্ঠ দিয়েছিলেন আসিফ আকবর। শাকিব-ববি অভিনীত গানটি বেশ জনপ্রিয়তা পায়।

ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় ও চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘আকবর’। এই ছবির ট্যাগলাইন হিসেবে থাকছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’।

এম

RTVPLUS