• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এটা আমার জীবনের একটা উৎসাহ: মালা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জানুয়ারি ২০২০, ১৩:৩৫
সঙ্গীতশিল্পী, মালা
মালা

সঙ্গীতশিল্পী মালা ভিন্নধর্মী গায়কীর জন্য শ্রোতাদের মাঝে সমাদৃত। একাধারে তিনি গীতিকার-সুরকারও বটে। প্রবাসী এই শিল্পীর বেড়ে ওঠা দেশেই। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাস করছেন। একজন প্রফেশনাল শিল্পী হিসেবে গান করছেন ১০ বছরের বেশি সময় ধরে।

তার প্রথম অ্যালবামের সঙ্গীতায়োজনে ছিলেন ফুয়াদ আল মুক্তাদির। নাম ছিল ফুয়াদ ফিচারিং মালা। আর দ্বিতীয় একি আজব কারখানা। সেটির সঙ্গীত আয়োজনে ছিলেন অর্ণব। ভারতীয় প্রযোজনা সংস্থা সারেগামা থেকে অ্যালবামটি প্রকাশিত হয়।

প্রথম অ্যালবামের 'যাও পাখি' গানের জন্য সিটিসেল চ্যানেল আই ডেবিউ শিল্পী হিসেবে অ্যাওয়ার্ড পান তিনি।

মালা ছোটবেলা থেকেই গানের চর্চা করছেন। তার প্রথম শিক্ষক মা। মায়ের কাছেই সারেগামাপা'র জগতে পথচলা। এরপর খালিদ হোসেনের কাছে নজরুল সঙ্গীতের তালিম নিয়েছেন এই শিল্পী। অস্ট্রেলিয়ায়ও নিজের সঙ্গীত সাধনা চালিয়ে যাচ্ছেন নিয়মিতই।