logo
  • ঢাকা শুক্রবার, ০৪ ডিসেম্বর ২০২০, ১৯ অগ্রহায়ণ ১৪২৭

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৯ জানুয়ারি ২০২০, ২২:৩২

সারাকে জোর করে চুম্বন!

সারা আলী খান
বলিউডের তরুণ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে বিনয়ী সারা আলী খান। তার সুন্দর ব্যবহারের জন্য সর্বদা প্রশংসিত। পাপারাজিদের সঙ্গেও সারার দারুণ খাতির। বেশির ভাগ তারকারা যখন পাপারাজিদের থেকে নিজেদের আড়াল করতে চান সেখানেও অন্যদের চেয়ে আলাদা সারা।

ভারতীয় গণমাধ্যমের খবর, শরীর চর্চা সেরে বাড়ি ফিরছিলেন এই অভিনেত্রী। উপস্থিত পাপারাজিদের ‘নমস্তে’ সম্বোধন করেন। এ সময় ভক্তদের আবদারে সেলফি তুলছিলেন নায়িকা। হঠাৎ ভিড় ঠেলে একজন ভক্ত ছুটে এলেন সারার কাছে। সারার দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেকের কায়দায় জোর করেই চুমু খেতে গেলেন। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সারা। ছিটকে সরিয়ে নেন হাত।

সারার বডিগার্ডও সেই ভক্তকে মারতে উদ্যত হন। পুরো ঘটনাটি একটি পেজ থেকে ভাইরাল হয়। কমেন্টসে একজন লেখেন, সারা সবসময় তার ভক্তদের সঙ্গে ভালো ব্যবহার করেন। তার মানে এই নয় যে তার সঙ্গে যা ইচ্ছা করা যায়।

আরেকজন লেখেন,  সারা ভালো বলে কিছু বলেনি। একজন ভক্ত হিসেবে নিজের লিমিট বোঝা উচিত।

এম

RTVPLUS